Iman Chakraborty: নারীশক্তির জয়গানে ইমনের 'আগমনী', প্রকাশ্যে এল নতুন গান 'আইগিরি নন্দিনী'

Aigiri Nandini: পুজোর আগে গানে গানে দেবী দুর্গার আগমনী। ইমন চক্রবর্তীর কণ্ঠে, নীলাঞ্জন ঘোষের তৈরি আইগিরি নন্দিনী মুক্তি পেল।

মুক্তি পেল 'আইগিরি নন্দিনী'

1/10
দুর্গাপুজোর আগেই পুজোর গান। মুক্তি পেল গায়িকা ইমন চক্রবর্তীর নতুন অরিজিন্যাল 'আইগিরি নন্দিনী'।
2/10
সারেগামা বাংলার ব্যানারে নিজের জন্মদিনেই নতুন গান প্রকাশ্যে আনলেন ইমন। এটা তাঁদের একসঙ্গে দ্বিতীয় কাজ।
3/10
ইমন চক্রবর্তীর কণ্ঠে এই গান তৈরি করেছেন তাঁর স্বামী ও সঙ্গীত পরিচালক নীলাঞ্জন ঘোষ। লিরিক্স সৈকত চট্টোপাধ্যায়ের।
4/10
গানে মুখ্য চরিত্রে দেখা যাবে জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকাকেই। এই গান বলবে আজকের 'নারী শক্তি'র কাহিনি।
5/10
উচ্ছ্বসিত ইমনের কথায়, 'আমার জন্মদিনে গানটির মুক্তিতে আমি ভীষণ আনন্দিত ও কৃতজ্ঞ।'
6/10
'আমি, নীলাঞ্জন ও সৈকত খুব যত্ন নিয়ে এই গানটি তৈরি করেছি যা নারীশক্তি জাগরণের ওপর ভিত্তি করে তৈরি।'
7/10
সারেগামার তরফে বলা হয়, 'আমাদের বিশ্বাস আঞ্চলিক সঙ্গীতের ব্যবহার সমগ্র ভারতীয় সঙ্গীতের ওপর একটি সুনির্দিষ্ট দৃঢ় প্রভাব রাখবে।'
8/10
মুক্তি পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এই গানটি প্রায় দেড় লক্ষ ভিউ পেয়েছে। ইউটিউবে ট্রেন্ডও করছে।
9/10
আজকের নারীরা মাল্টিটাস্কিংয়ের পটু। তাঁরা অনেক বেশি সক্ষম। গানটিতে নারীর ক্ষমতায়নের ধারণা তুলে ধরা হয়েছে।
10/10
এদিনের অনুষ্ঠানে কেক কেটে জন্মদিনও পালন করেন গায়িকা। সঙ্গী ছিলেন নীলাঞ্জন।
Sponsored Links by Taboola