Iman Chakraborty: নারীশক্তির জয়গানে ইমনের 'আগমনী', প্রকাশ্যে এল নতুন গান 'আইগিরি নন্দিনী'
দুর্গাপুজোর আগেই পুজোর গান। মুক্তি পেল গায়িকা ইমন চক্রবর্তীর নতুন অরিজিন্যাল 'আইগিরি নন্দিনী'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসারেগামা বাংলার ব্যানারে নিজের জন্মদিনেই নতুন গান প্রকাশ্যে আনলেন ইমন। এটা তাঁদের একসঙ্গে দ্বিতীয় কাজ।
ইমন চক্রবর্তীর কণ্ঠে এই গান তৈরি করেছেন তাঁর স্বামী ও সঙ্গীত পরিচালক নীলাঞ্জন ঘোষ। লিরিক্স সৈকত চট্টোপাধ্যায়ের।
গানে মুখ্য চরিত্রে দেখা যাবে জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকাকেই। এই গান বলবে আজকের 'নারী শক্তি'র কাহিনি।
উচ্ছ্বসিত ইমনের কথায়, 'আমার জন্মদিনে গানটির মুক্তিতে আমি ভীষণ আনন্দিত ও কৃতজ্ঞ।'
'আমি, নীলাঞ্জন ও সৈকত খুব যত্ন নিয়ে এই গানটি তৈরি করেছি যা নারীশক্তি জাগরণের ওপর ভিত্তি করে তৈরি।'
সারেগামার তরফে বলা হয়, 'আমাদের বিশ্বাস আঞ্চলিক সঙ্গীতের ব্যবহার সমগ্র ভারতীয় সঙ্গীতের ওপর একটি সুনির্দিষ্ট দৃঢ় প্রভাব রাখবে।'
মুক্তি পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এই গানটি প্রায় দেড় লক্ষ ভিউ পেয়েছে। ইউটিউবে ট্রেন্ডও করছে।
আজকের নারীরা মাল্টিটাস্কিংয়ের পটু। তাঁরা অনেক বেশি সক্ষম। গানটিতে নারীর ক্ষমতায়নের ধারণা তুলে ধরা হয়েছে।
এদিনের অনুষ্ঠানে কেক কেটে জন্মদিনও পালন করেন গায়িকা। সঙ্গী ছিলেন নীলাঞ্জন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -