Durnibar Marriage: প্রেম পরিণতি পেল বিবাহবন্ধনে, এক হলেন দুর্নিবার-মোহর

Durnibar Marriage Photos: দুর্নিবারের মা যে ছবি শেয়ার করেছেন, সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা গেল শাঁখ বাজাতে। শুভদৃষ্টি থেকে শুরু করে অতিথি আপ্যায়ন, সবেতেই অগ্রগণ্য় ভূমিকা পালন করেছেন প্রসেনজিৎ

প্রেম পরিণতি পেল বিবাহবন্ধনে, এক হলেন দুর্নিবার-মোহর

1/11
সাত পাকে বাঁধা সঙ্গীতশিল্পী দুর্নিবার সাহা (Durnibar Saha) ও ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)।
2/11
তারকাসমাগমেই পরিণতি পেল প্রেম, অতিথি আপ্যায়নের সমস্ত দায়িত্ব পালন করলেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। একইদিনে আইনি ও সামাজিক বিয়ে সারলেন দুর্নিবার ও মোহর ওরফে ঐন্দ্রিলা।
3/11
দুর্নিবার সঙ্গীতশিল্পী। মোহর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত গণমাধ্যম সহযোগী। বিয়ের দিন লাল বেনারসি, গোলাপি ওড়নায় সেজেছিলেন মোহর
4/11
সঙ্গে মানানসই সোনার গয়না। সাদা পাঞ্জাবির ওপর লাল কাজে সেজেছিলেন দুর্নিবার।
5/11
সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ের ছবি শেয়ার করে নিয়েছেন দুর্নিবারের মা ডালিয়া বসু থেকে শুরু করে বন্ধুরা, এমনকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও।
6/11
দুর্নিবারের মা যে ছবি শেয়ার করেছেন, সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা গেল শাঁখ বাজাতে।
7/11
শুভদৃষ্টি থেকে শুরু করে অতিথি আপ্যায়ন, সবেতেই অগ্রগণ্য় ভূমিকা পালন করেছেন প্রসেনজিৎ।
8/11
সোশ্যাল মিডিয়ায় নতুন বর কনেকে নিয়ে ছবিও শেয়ার করেন তিনি, জানান শুভেচ্ছাও।
9/11
দুর্নিবার ও মোহরের প্রেমের সম্পর্ক নিয়ে বিতর্ক হয়েছে যথেষ্ট। তবে সোশ্যাল মিডিয়ায় সম্পর্কের কথা প্রথম স্বীকার করেছিলেন মোহরই
10/11
দুর্নিবারও বেশ খোলামেলা ছিলেন তাঁদের সম্পর্ক নিয়ে। অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন প্রেমিক যুগল।
11/11
ছোটপর্দা থেকে শুরু করে বড়পর্দা, নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিল টলিপাড়া । বিয়েতে হাজির ছিলেন দুর্নিবার ও মোহর দুই পরিবারের মানুষই
Sponsored Links by Taboola