Ekka Dokka: একই ফ্লোরে শ্যুটিং করতেন 'ডিঙ্কা' আর 'মোহর', এবার তাঁরাই নতুন ধারাবাহিকের নায়ক-নায়িকা!
সপ্তর্ষি-সোনামণি
1/10
দুই চির প্রতিদ্বন্দ্বী পরিবারের দুই সন্তান। পোখরাজ আর রাধিকা। ঘটনাচক্রে দুজনেই একই বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়ছে।
2/10
মুখ্যভূমিকায় অভিনয় করছেন সপ্তর্ষি মৌলিক (Saptarshi Maullick) ও সোনামণি সাহা (Sonamoni Saha)। ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।
3/10
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন ধারাবাহিকের সমস্ত কলাকুশলীরাই। সেখানেই জানা গেল, প্রোমোয় টেনিস খেলার শট দেওয়ার জন্য় নাকি দীর্ঘদিন ধরে টেনিস শিখতে হয়েছিল সপ্তর্ষিকে। তাঁর একাগ্রতায় মুগ্ধ পরিচালক, লেখিকা সবই।
4/10
আর সপ্তর্ষি বলছেন, 'আমি কখনও টেনিস খেলিনি ছোটবেলায়। পরিবারেও এই খেলার প্রচলন ছিল না কখনও। ক্রিকেট, ফুটবল খেলেছি। কিন্তু এই ধারাবাহিকের জন্য় টেনিস খেলা শিখতে হয়েছে একটু। আর একজন অভিনেতার কাজ হল সমস্ত চরিত্রকে বিশ্বাসযোগ্য করে ফুটিয়ে তোলা। তারজন্য অনেক সময় অনেক নতুন জিনিস শিখতে হয়। '
5/10
অন্যদিকে সোনামণির চরিত্র একজন চিকিৎসকের। তিনি চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন শব্দ শিখছেন ইন্টারনেট ঘেঁটে। শিখছেন বিভিন্ন ডাক্তারি যন্ত্রপাতি ব্যবহারের কৌশলও। তাঁরও একই মত। চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে তো।
6/10
এর আগে একই ফ্লোরে শ্যুটিং করতেন শ্রীময়ীর 'ডিঙ্কা' আর 'মোহর'। কাজেই দেখা হত হামেশাই।
7/10
সোনামণি বলছেন, 'যখন শুনলাম সপ্তর্ষিদা আমার বিপরীতে কাজ করছেন, খুব খুশি হয়েছিলাম।'
8/10
সোনামণি আরও বলছেন, 'খুব সহজেই আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। আমরা সেটে বিভিন্ন সিন নিয়ে আলোচনা করি। আর সপ্তর্ষিদা জানেও না আমি ইতিমধ্যেও ওঁর থেকে কত কিছু শিখে ফেলেছি।'
9/10
আর ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় জানালেন, ধারাবাহিকের মুখ্যচরিত্র সপ্তর্ষি শুনে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। কিন্তু তথাগতিত নায়কোচিত চেহারা না হলেও সপ্তর্ষির অভিনয়ের ওপর ভরসা রয়েছে লীনার।
10/10
লীনার বিশ্বাস, অনেক সুপুরুষ অভিনেতার চেয়ে অনেক ভালোভাবে পোখরাজের চরিত্রকে ফুটিয়ে তুলতে পারবেন সপ্তর্ষি।
Published at : 14 Jul 2022 10:41 PM (IST)