Emraan Hashmi birthday: আজ জন্মদিন, দেখে নেওয়া যাক ছেলে আয়ানের সঙ্গে ইমরান হাশমির কিছু বিশেষ মুহূর্ত

আজ ইমরান হাশমির জন্মদিন। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/@therealemraan

1/8
আজ জন্মদিন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমির। কেরিয়ারের শুরুতে পর্দায় চুম্বনের জন্য চর্চায় থাকলেও, পরবর্তীকালে নিজেকে একজন দক্ষ অভিনেতা হিসেবে প্রমাণ করেছেন ইমরান। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/@therealemraan
2/8
ছেলে আয়ান হাশমির সঙ্গে ইমরানের সম্পর্ক আলাদা। জন্মদিনে দেখে নেওয়া বাবা-ছেলের বিশেষ কিছু মুহূর্ত। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/@therealemraan
3/8
ইমরানের স্ত্রী পারভিন শাহানির সঙ্গে বিয়ের আগে সাড়ে ৬ বছর ধরে সম্পর্ক ছিল। পর্দায় যেমন চরিত্রেই অভিনয় করুন না কেন, বাস্তবে পরিবারকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন ইমরান। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/@therealemraan
4/8
২০১০-এর ৩ ফেব্রুয়ারি ইমরান ও পারভিনের ছেলে আয়ানের জন্ম হয়। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/@therealemraan
5/8
২০১৪ সালে আয়ানের ক্যান্সার ধরা পড়ে। এর ফলে ইমরানের জীবনের সবচেয়ে বড় সঙ্কট তৈরি হয়। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/@therealemraan
6/8
ছেলের জন্য প্রচুর লড়াই করেন ইমরান। তাঁর এই লড়াই সফল হয়। ২০১৯-এ আয়ানকে ক্যান্সার-মুক্ত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/@therealemraan
7/8
ছেলের ক্যান্সার ধরা পড়া এবং তারপর সুস্থ হয়ে ওঠা পর্যন্ত দীর্ঘ লড়াই নিয়ে ‘কিস অফ লাইফ’ নামে একটি বই লিখেছেন ইমরান। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/@therealemraan
8/8
ইমরানকে ‘চেহরে’, ‘এজরা’, ‘টাইগার ৩’ ছবিতে দেখা যাবে। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/@therealemraan
Sponsored Links by Taboola