Emraan Hashmi Birthday: কোন ছবিগুলোর জন্য ইমরান হাসমিকে মনে রাখবে দর্শক?
আজ জন্মদিন বলিউড অভিনেতা ইমরান হাসমির। বলিউডে তাঁর কেরিয়ার বেশ দীর্ঘ। আজ জন্মদিনে জেনে নেওয়া যাক কোন কোন ছবির জন্য ইমরান হাসমিকে মনে রাখবে দর্শক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিক্রম ভট্টের 'ফুটপাথ' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় ইমরান হাসমির। থ্রিলারধর্মী এই ছবিতে দেখা যায় আফতাব শিবদাসানি এবং বিপাশা বসুকে।
ইমরান হাসমির কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি 'মার্ডার'। এই ছবিতে মূলত খলনায়কের ভূমিকায় দেখা যায় তাঁকে। 'সেরা খলনায়ক' বিভাগে পুরস্কারের জন্য মনোনীতও হন ইমরান হাসমি।
২০০৫ সালে মুক্তি পায় 'আশিক বানায়া আপনে'। এই ছবিতে অভিনেত্রী তনুশ্রী দত্তের সঙ্গে ইমরান হাসমির অনস্ক্রিন কেমিস্ট্রি এবং ছবির টাইটেল সং নিয়ে বিস্তর চর্চাও হয়।
'গ্যাংস্টার' ছবিতে অভিনয় করার জন্য নেগেটিভ চরিত্রে বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হন ইমরান হাসমি। এই ছবি দিয়েই বলিউডে পা রাখেন কঙ্গনা রানাউত।
'জহের', 'দ্য কিলার', 'আওয়ারাপন', 'কলিযুগ' এবং আরও বেশ কিছু ছবিতে অভিনয় করে দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নেন ইমরান হাসমি। তবে তাঁর অভিনীত 'জন্নত' ছবিটি দর্শকের যেমন পছন্দ হয়, তেমনই বক্স অফিসেও উল্লেখযোগ্য ব্যবসা করে।
'ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই' ছবিতে বলিউড তারকা অজয় দেবগনের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেন ইমরান হাসমি। এই ছবির জন্যও সেরা সহ অভিনেতার বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হন তিনি।
ইমরান হাসমির কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি 'সাংঘাই'। এই ছবির জন্যও সেরা সহ অভিনেতার বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হন তিনি।
ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিনের বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করেন ইমরান হাসমি। 'আজহার' ছবিতে অভিনয় করে দর্শকের তো অবশ্যই, বিভিন্ন মহল থেকেও প্রশংসা পান।
সাম্প্রতিককালে অমিতাভ বচ্চনের সঙ্গে 'চেহরে' ছবিতে অভিনয় করে নজর কাড়েন। ইমরান হাসমিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -