Emraan Hashmi Birthday: সাহসী দৃশ্যে সাবলীল, ব্যক্তিগত জীবনে অত্যন্ত শান্ত, 'বার্থডে বয়' এমরান হাশমি সম্পর্কে অজানা তথ্য
বলিউডে তিনি কখনও প্রেমিক নায়ক, কখনও হাড়হিম করা ভিলেন। তিনি এমরান হাশমি। ২৪ মার্চ পূর্ণ করলেন ৪৫ বছর। ছবি: ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপর্দায় তিনি যতটা সাহসী, শোনা যায় ব্যক্তিগত জীবনে তিনি ততটাই সাধারণ থাকায় বিশ্বাসী। অনেকেই তাঁর শান্ত স্বভাবের প্রশংসা করেন। ছবি: ইনস্টাগ্রাম
এমরান কথার মানে 'অর্জন', যা তাঁকে ভালই মানায়। ইন্ডাস্ট্রিতে প্রবেশের সময় নিজের নাম বদলে তিনি ফারহান হাশমি করেছিলেন। কিন্তু তারপরেও ফিরে যান আসল নামেই। তাঁর জীবন নিঃসন্দেহে অজস্র কৃতিত্বের সমারোহ। ছবি: ইনস্টাগ্রাম
এমরান হাশমির ডাকনামও তাঁর মতোই মিষ্টি। অভিনেতার বাবা মুসলিম ও মা ক্যাথলিক। ছোট থেকেই তাঁর ডাক নাম এমি। ছবি: ইনস্টাগ্রাম
২০০২ সালে মুক্তিপ্রাপ্ত বিপাশা বসু ও দিনো মোরিয়া অভিনীত 'রাজ' ছবিতে পরিচালক মহেশ ভট্টের সহকারী ছিলেন এমরান। এরপর ওই ফ্র্যাঞ্চাইজিরই পরের দু'টো ছবির তিনই ছিলেন নায়ক। ছবি: ইনস্টাগ্রাম
শোনা যায়, এমরান হাশমি একেবারেই 'ওল্ড স্কুল'। বিয়ের আগে ৬ বছর ধরে চিনতেন পরবীন সাহানিকে, যাঁকে বিয়ে করেন তিনি। চিরকাল নিজের ব্যক্তিগত জীবন ও কর্মজীবনকে দুই মেরুতে রেখেছেন এমরান। বলিউডের নানাবিধ বিতর্ক থেকে আজও নিজের পরিবারকে রক্ষা করে চলেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম
এমরানের সন্তান ক্যান্সার আক্রান্ত। এই কঠিন সময় শক্ত স্তম্ভের মতো পরিবারের পাশে থেকেছেন তিনি। বাবা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি। অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতেও হার মানেননি। ছবি: ইনস্টাগ্রাম
নিজের অভিনীত যে কোনও ছবির গান নিয়ে খুবই খুঁতখুঁতে এমরান। সিনেমায় দুর্দান্ত গান আছে কি না সেই বিষয়ে নিশ্চিত হয়ে যান তিনি। অনেক সময়েই এমন হয়েছে যে ছবির থেকে গানগুলি অনেক ব্যবসা করেছে। ছবি: ইনস্টাগ্রাম
এমরান হাশমির কথা এলে পর্দায় চুম্বনদৃশ্যের প্রসঙ্গ হাতে হাত ধরে আসে। তবে সেই নিয়ে খোলামেলা আলোচনা করতেও পিছপা হন না অভিনেতা। তিনি জানান 'মার্ডার ২' ছবিতে জ্যাকলিন ফার্নান্ডেজকে চুম্বনের অভিজ্ঞতা তাঁর সবচেয়ে ভাল। 'মার্ডার' ছবিতে মল্লিকা শেরাওয়াতকে চুম্বনের অভিজ্ঞতা সবচেয়ে খারাপ বলেও জানান। ছবি: ইনস্টাগ্রাম
এমরান হাশমি নাকি 'সোশ্যালাইজিং' একেবারেই পছন্দ করেন না। এমরান একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি বলিউড পার্টিতে যেতে পছন্দ করেন না এবং প্রায়ই বিরক্ত হয়ে যান। ছবি: ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -