Heeramandi Premiere:'হিরামান্ডি'-র প্রিমিয়ারে চাঁদের হাট, কে কে এলেন? দেখে নিন একঝলকে
Sanjay Leela Bhansali First Web Series:আর কয়েকদিন। তার পরেই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত প্রথম ওয়েব সিরিজ হিরামান্ডি। বুধবারই হয়ে গেল প্রিমিয়ার।
'হিরামান্ডি'-র প্রিমিয়ারে চাঁদের হাট, কে কে এলেন? দেখে নিন একঝলকে (ছবি:PTI)
1/10
আর কয়েকদিন। তার পরেই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত প্রথম ওয়েব সিরিজ 'হিরামান্ডি।' বহু প্রতীক্ষিত এই সিরিজ এমনিতেই 'অনসম্বল কাস্ট।' তার উপর হালে, তার স্পেশ্য়াল স্ক্রিনিং উপলক্ষ্যে প্রায় গোটা বলিউডই হাজির হয়ে যায়। (ছবি:PTI)
2/10
সূত্রের খবর, সিরিজে 'ফরদিন' নামে একটি চরিত্রে অভিনয় করেছন সোনাক্ষী সিনহা। 'প্রিমিয়ার'-র দিন তিনি সেজেছিলেন কালো এবং সোনালি কাজের শাড়িতে। সঙ্গে 'স্লিক বান', মানানসই গয়না এবং মেক-আপ তো ছিলই। (ছবি:PTI)
3/10
চোখ ফেরানো যায়নি অভিনেত্রী ভূমি পেডনেকরের থেকেও। (ছবি:PTI)
4/10
সিদ্ধার্থকে সঙ্গে নিয়ে এসেছিলেন অদিতি রাও হায়দারি। দুজনে হালেই বাগদান পর্ব সেরেছেন। প্রিমিয়ার উপলক্ষ্যে রঙিন আনারকলি স্যুট এবং ভারী কানের দুল বেছেছিলেন অদিতি। এই ওয়েব সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। (ছবি:PTI)
5/10
আসেন আলিয়া ভাটও। সিমা গুজরাল ক্রিয়েশন থেকে তিনি তাঁর পোশাক বেছে নিয়েছিলেন। একেবারে হালকা গোলাপি শারারা সেট পরে আসেন আলিয়া। কানে মানানসই ঝুমকা। বনসালীর 'গঙ্গুবাই'-র কথা এত সহজে কি ভোলা যায়? (ছবি:PTI)
6/10
কালো শার্টের সঙ্গে প্রিন্টেড সাদা প্যান্ট। চিরাচরিত যে পোশাকে বলিউডের 'ভাইজান'কে দেখা যায়, 'হীরামান্ডি'-র প্রিমিয়ারে তার থেকে বেশ কিছুটা আলাদা ভেবে এসেছিলেন সলমন খা। ভক্তদের জন্য বড়সড় চমক আর কী। (ছবি:PTI)
7/10
ছিলেন অনন্যা পান্ডে।এই অনুষ্ঠানের জন্য একটি 'রয়্যাল ব্লু স্লিভলেস' পোশাক পরেছিলেন তিনি। সঙ্গে সাদা জুতো, চুড়ি এবং টিপ। খোঁপায় মালাও দেন। সব মিলিয়ে 'কমপ্লিট' লুক। (ছবি:PTI)
8/10
সকলের মধ্যে আলাদা করে নজর কেড়েছেন রশ্মিকা মান্দানা। সি-গ্রিন স্যুটে অনন্যসুন্দর লাগছিল 'অ্যানিমাল' অভিনেত্রীকে। 'চাঁদবালি' কানের দুল আর ছোট টিপ পরে নিজের 'লুক' কমপ্লিট করেন রশ্মিকা। (ছবি:PTI)
9/10
এই ওয়েব সিরিজে মণীষা কৈরালা, সোনাক্ষি সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা কাজ করেছেন সঞ্জিদা শেখ। টেলি-দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ সঞ্জিদা। ধূসর রঙের 'ফ্লোরাল মোটিফ' দেওয়া শাড়িতে দারুণ লাগে তাঁকে। (ছবি:PTI)
10/10
এসেছিলেন মণীষা এবং রিচাও। ফরদিন খান যে এই ছবিতে বড় চমক হতে চলেছেন, সে কথা ইতিমধ্যেই শোনা গিয়েছে। এছাড়া রয়েছেন সরমিন সেহগাল এবং তাহা শাহ। প্রত্যেকের সঙ্গে ফ্রেম ভাগ করে নেন পরিচালক। এবার আম জনতার প্রতিক্রিয়ার পালা। জানা যাবে খুব শীঘ্রই। (ছবি:PTI)
Published at : 25 Apr 2024 08:23 PM (IST)