Entertainment News: একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ইন্দ্রাশিস-অনিন্দ্য! কীভাবে সামলাচ্ছেন পূজারিনী, পৌলমী?
একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ইন্দ্রাশিস-অনিন্দ্য!
1/8
খুব শীঘ্রই ওটিটি প্ল্য়াটফর্ম ক্লিক-এ মুক্তি পাচ্ছে 'আমরা টুগেদার'।
2/8
ওয়েব সিরিজটি পরিচালনার দায়িত্বে আছেন অভিজিৎ গুহ এবং সুদেষ্ণা রায়।
3/8
'আমরা টুগেদার'-এ মুখ্য় কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রাশিস রায়, অনিন্দ্য চ্যাট্টোপাাধ্য়ায়, সুদীপ্তা চক্রবর্তী, পূজারিনী ঘোষ, পৌলমী দাসের মত অভিনেতারা।
4/8
রয়েছেন সুদীপ মুখোপাধ্য়ায়,পল্লবী চ্যাট্টোপাধ্য়ায়, আর জে অয়ন্তিকাও।
5/8
সমকামী প্রেমই 'আমরা টুগেদার'-এর মূল প্রতিপাদ্য় বিষয়।
6/8
ইতিমধ্য়েই আনুষ্ঠানিক ভাবে মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজের ট্রেলার।
7/8
আগামী ২৪শে ডিসেম্বর ক্লিক-এ হবে 'আমরা টুগেদার'।
8/8
দর্শকের এই ওয়েব সিরিজটি কতটা ভালো লাগবে এখন অপেক্ষা সেটাই দেখার।
Published at : 17 Dec 2021 06:02 PM (IST)