FAFDA: ডিজিটাল অ্যাওয়ার্ড শো-তে কার মাথায় উঠল কোন শিরোপা? দেখে নিন এক ঝলকে
করোনা পরিস্থিতিতে যখন ঘরবন্দি হয়ে গোটা বিনোদন দুনিয়ার মনখারাপ, তখন ডিজিটাল মাধ্যমে প্রথমবার আয়োজন করা হয়েছিল এই অ্যাওয়ার্ড শো-এর। নীল রায় (Neil Roy) ও তন্ময় বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এটিই প্রথম ডিজিট্যাল অ্যাওয়ার্ড শো।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশো-এর পরিচালক নীল রায় ও তন্ময় বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, করোনা পরিস্থিতিতে সবাই যখন ঘরে বন্দি, তখনই এই ডিজিট্যাল অ্যাওয়ার্ড শো-এর ভাবনা মাথায় আসে তাঁদের। গতবছর এই শো সম্পূর্ণভাবে ভার্চুয়ালি হলেও এবার অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতা অভিনত্রীরা। এই শো-এর পরিকল্পনা করা হয়েছিল একেবারে অন্যরকমভাবে। ছোট্ট ছোট্ট রিল ভিডিও দিয়ে সাজানো হয়েছে গোটা অনুষ্ঠান। তবে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকায় এই বছর বিভিন্ন জায়গায় গিয়ে শ্যুটিং করতে পেরেছেন অভিনেতা অভিনেত্রীরা। আর তাই এবারের 'ফাফদা' (FAFDA) আরও ঝকঝকে হবে বলেই আয়োজকদের আশা। ইতিমধ্যেই বিভিন্ন তারকাদের সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ঝলক। প্রায় ১২৪৫টা রিল বানানো হয়েছে গোটা শো-এর জন্য।
'সুইজারল্যান্ড' ছবির জন্য জুরির বিচারে সেরা মহিলা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রুক্মীণি মৈত্র।
'জাজমেন্ট ডে'- ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন সোহিনী সরকার
'লালবাজার' সিরিজের জন্য সেরা সহ-অভিনেতার পুরস্কার পেয়েছেন গৌরব চক্রবর্তী।
'বিনিসুতোয়' ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ঋত্বিক চক্রবর্তী।
জুরির বিচারে 'গোলন্দাজ' ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন দেব
'চিনি'-র জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন মৈনাক ভৌমিক।
চিনি ছবির 'তোমার চোখের শীতলপাটি' গানটির জন্য সেরা মহিলা প্লেব্যাক সঙ্গীতশিল্পীর পুরস্কার পেয়েছেন লগ্নজিতা
সবচেয়ে মনে রাখার মত হয়েছিল অভিজ্ঞতা হয়েছিল কোন তারকার সঙ্গে? এবিপি লাইভকে নীল বলছেন, 'একটা অ্যাওয়ার্ড টক-শোর আয়োজন করা হয়েছিল। বুম্বাদা মানে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় সেখানে অংশগ্রহণ করেছিলেন। সেই অনুষ্ঠানের জন্য ওনাকে যে সম্মানিক দেওয়া হয়েছিল সেটা উনি আর্টিস্ট ফোরামকে পুরোটাই দান করে দেন। করোনা পরিস্থিতিতে বিশাল ক্ষতির মুখ দেখেছে বিনোদন জগৎ। বুম্বাদার এই উদ্যোগ ভীষণ ভালো লেগেছিল।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -