Fardeen Khan: ১৮ কেজি ওজন কমিয়েছেন, ফিটনেসের তুঙ্গে ফারদিন খান

১৮ কেজি ওজন কমালেন ফারদিন খান

1/8
মুম্বইয়ে একটি স্যালোঁয় দেখা গেল অভিনেতা ফারদিন খানকে। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
2/8
ওজন কমিয়ে অসাধারণ ফিটনেস ফিরে পেয়েছেন ফারদিন। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
3/8
কিছুদিন আগে বেশ খানিকটা ওজন বাড়িয়ে ফেলেছিলেন ফারদিন। এর জন্য সোশ্যাল মিডিয়ায় তাঁকে ট্রোলড হতে হয়। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
4/8
এরপরেই ওজন কমিয়ে ফিটনেস বাড়ানোর দিকে নজর দেন ফারদিন। সেই লক্ষ্যে তিনি সফলও হয়েছেন। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
5/8
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফারদিন জানিয়েছেন, তিনি ১৮ কেজি ওজন কমিয়ে ফেলেছেন। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
6/8
বলিউডে ফারদিন ফিরে আসার পরিকল্পনা করছেন কি না, সে বিষয়ে জল্পনা শুরু হয়েছে। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
7/8
‘ফিদা’, ‘নো এন্ট্রি’, ‘হে বেবি’-র মতো ছবিতে অভিনয় করেছেন ফারদিন। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
8/8
ফিট হয়ে যাওয়ার পর ফারদিনকে দেখে অনেক কমবয়সি মনে হচ্ছে। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
Sponsored Links by Taboola