Fardeen Khan Birthday: কোকেন-কাণ্ডে গ্রেফতার, তিন দিনে জামিন, এক দশক অভিনয় থেকে দূরে থেকেও কোটি কোটি রোজগার ফারদিনের
নামজাদা পরিবারের জেলে। মেধাবী ছাত্র। রূপ তো বটেই, অভিনয় ক্ষমতাও নেহাত খারাপ ছিল না। তার পরেও দীর্ঘ সময় রূপোলি পর্দা থেকে দূরে ফারদিন খান। স্থূলতার জন্য কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তাঁকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু সেই সব পিছনে ফেলে রূপোলি পর্দায় প্রত্যাবর্তন হতে চলেছে ফারদিনের। সঞ্জয় গুপ্তর পরিচালনায় রিতেশ দেশমুখের সঙ্গে ‘বিস্ফোট’ ছবিতে অভিনয় করছেন তিনি। কিন্তু এত দিনের বিরতি কেন, গ্ল্যামার জগৎ থেকে দূরে থেকেও তারকাসুলভ জীবনযাত্রা কী ভাবে বজায় রেখেছেন তিনি, জেনে নিন বিশদে।
১৯৭৪ সালের ৮ মার্চ জন্ম ফারদিনের। বাবা প্রখ্যাত অভিনেতা ফিরোজ খান। মা সুন্দরী খান। অভিনেতা সঞ্জয় খান এবং আকবর খান নিজের কাকা। খুড়তুতো ভাই জায়েদ খান। হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান এবং গয়না ডিজাইনার ফারহা খান খুড়তুতো বোন।
ফারদিনের দিদি লায়লা খান, পূজা বেদির প্রাক্তন স্বামী ফারহান ইব্রাহিম ফার্নিচারওয়ালাকে বিয়ে করেছেন। ফারদিনের বাবা এবং মায়ের বিচ্ছেদ হয় আশির দশকেই। বিগত দিনের জনপ্রিয় অভিনেত্রী মুমতাজের মেয়ে নাতাশ মাধবনী ফারদিনের স্ত্রী। তাঁদের দুই সন্তান, মেয়ে ইসাবেলা খান এবং ছেলে আজারিয়াস খান।
ফারদিনের পূর্বপুরুষ পাঠান। আফগানিস্তানের গজনি থেকে ভারতে আসেন। সাদিক আলি খান তানোলি তাঁর ঠাকুরদা। মুম্বইয়ের জামনাবাই নারসি স্কুল থেকে স্নাতক হওয়ার পর ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস আমহার্স্ট থেকে বিজনেস ম্যানেজমেন্ট পড়েন ফারদিন। কিন্তু তার পরেও অভিনয়ের মায়া ছাড়তে পারেননি। কিশোর নমিত কপূর অ্যাক্টিং স্কুল থেকে অভিনয় শেখেন।
১৯৯৮ সালে বাবার পরিচালনায় ‘প্রেম আগন’ ছবির মাধ্যমে বলিউডে আবির্ভাব ফারদিনের। তার জন্য সেরা নবাগতের পুরস্কারও পান। তার পর থেকে ‘জঙ্গল’, ‘লভ কে লিয়ে কুছ ভি করেগা’, ‘ওম জয় জগদীশ’, ‘নো এন্ট্রি’, ‘হে বেবি’, ‘অল দ্য বেস্ট: ফান বিগিনস’-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন। ‘জঙ্গল’, ‘দেব’ ‘প্যায়ার তুনে ক্যায়া কিয়া’ ‘ভূত’ ‘জাস্ট ম্যারেড’-এর মতো ছবিতে তাঁর অভিনয়ও প্রশংসিত হয়।
প্রায় দু’দশক আগে কোকেন-কাণ্ডে গ্রেফতার হন ফারদিন। তাঁর কাছ থেকে ১ গ্রাম কোকেন উদ্ধার হয় বলে জানান গোয়েন্দারা। ফারদিনকে মাদক সরবরাহকারী ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় ৯ গ্রাম কোকেন। দীর্ঘদিন ধরেই ফারদিন মাদক নেন বলে সেই সময় অভিযোগ করেন গোয়েন্দারা। কিন্তু ১ গ্রাম মাদকের ভিত্তিতে ষড়যন্ত্রের অভিযোগ আনা ভিত্তিহীন বলে আদালতে জানান তাঁর আইনজীবী। তার জেরে তিন দিনে জামিন পেয়ে যান ফারদিন।
২০১০ সালে শেষ বার ‘দুলহা মিল গয়া’ ছবিতে দেখা গিয়েছিল ফারদিনকে। এর পর অভিনয় থেকে দূরেই ছিলেন। নেটমাধ্যমে সক্রিয় থাকলেও, স্থূলতা নিয়ে কটাক্ষ শুনতে হয় তাঁকে। যদিও সেই সবের পরোয়া করেননি ফারদিন। বরং নিজের পরিবার এবং ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলেন।
অভিনয়, বিজ্ঞাপনের কাজ না থাকলেও, কী ভাবে তারকাসুলভ জীবনযাপন চলছে তাঁর, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। তবে জানা যায়, বেঙ্গালুরুতে ১০০ একর জমি কিনেছিলেন ফিরোজ খান। সেখানে রিয়েল এস্টেট ব্যবসা শুরুর পরিকল্পনা ছিল তাঁর। ফিরোজের মৃত্যুর পর ফারদিনই সেই স্বপ্নকে বাস্তবায়িত করছেন। গোদরেজ সংস্থার সঙ্গে মিলে ওই জমিকে বিলাসবহুল রিয়েল এস্টেটে পরিণত করছেন তিনি। তা থেকে কোটি কোটি টাকা আয় করছেন।
তবে সুখী সংসার, আরামের জীবন, কোটি কোটি টাকা থাকলেও, অভিনয়ের পোকা আজও কুরে কুরে খায় ফারদিনকে। তাই ফের বলিউডে ফিরছেন তিনি। তার জন্য ওজন ঝরিয়ে ফের আগের নায়কসুলভ চেহারা বাগিয়ে ফেলেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -