Fatafati Trailer Launch: ট্রেলার লঞ্চে নব্বইয়ের দশকের নায়িকার সাজে ঋতাভরী, পাশ্চাত্য গাউনে স্বস্তিকার সাজে বৈপরীত্য

Fatafati Trailer Launch Event: সুরে বাঁধা ট্রেলারে তুলে ধরা হল ফুল্লরার সফরকে। ফ্যাশন মানে রোগা বা মোটা নয়, নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলা.. এই বার্তাই দেওয়া হবে ছবি জুড়ে

ট্রেলার লঞ্চে নব্বইয়ের দশকের নায়িকার সাজে ঋতাভরী, পাশ্চাত্য গাউনে স্বস্তিকার সাজে বৈপরীত্য

1/10
ব়্যাম্প.. ফ্যাশন.. মডেলিং.. এই সবকিছুর জন্য কী তন্বী হওয়া জরুরি? আর তা না হলেই কী ভাগ্যে জোটে শুধুই অপমান, আর কটু কথা?
2/10
'ফাটাফাটি' (Fatafati) শুধু নিজেকে ভালবাসার গল্প নয়.. অরিত্র মুখোপাধ্যায় (Aritra Mukherjee) পরিচালিত 'ফাটাফাটি'-র ৩ মিনিটের ট্রেলার বুঝিয়ে দিয়ে গেল.. 'ফাটাফাটি' নিজেকে ভালবেসে নিজের জন্য লড়াইয়ের গল্প।
3/10
নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) প্রযোজিত 'ফাটাফাটি'-র ট্রেলার মুক্তি পেল আজ। সাদা কালো পোলকা ডট পোশাকে, কালো চশমায় আর ট্রেলার লঞ্চে হাজির ছিলেন 'ফাটাফাটি' ফুল্লরা ওরফে ঋতাভরী চক্রবর্তী।
4/10
নীল সাদা কুর্তা আর ডেনিমে নজর কাড়ছিলেন আবির।
5/10
সবুজ হলুদ গাউনে ঝলমলে স্বস্তিকা। হাজির ছিলেন পরিচালক, প্রযোজকেরাও। নন্দনে আজকের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ছিল চাঁদের হাট।
6/10
image 3
7/10
সুরে বাঁধা ট্রেলারে তুলে ধরা হল ফুল্লরার সফরকে। ফ্যাশন মানে রোগা বা মোটা নয়, নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলা.. এই বার্তাই দেওয়া হবে ছবি জুড়ে।
8/10
তবে ঋতাভরীর মুখ ঢেকে ফ্যাশন, ব়্যাম্পে হাঁটার গল্প বেশ উৎসাহ জাগাল ট্রেলার জুড়ে। অন্যভাবে পাওয়া গেল স্বস্তিকাকে।
9/10
ঋতাভরী আর স্বস্তিকার দুই মেরুর চরিত্র আর গল্পই যেন এই ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে। ফুল্লরা আর তার স্বামীর সমীকরণেও ওঠাপড়া রয়েছে।
10/10
ছবির পরিচালক অরিত্র বলছেন, 'পরিচালক হিসেবে এটা আমার তৃতীয় ছবি, আর ঋতাভরীর সঙ্গে দ্বিতীয় কাজ। আমরা সবাই আত্মিকভাবে এই ছবিটার সঙ্গে জড়িত। আশা করি মানুষের এই কাজটা ভাল লাগবে। অনেক পরিশ্রম রয়েছে এই ছবিটার পিছনে। আর হ্যাঁ, আবির আর স্বস্তিকাকে প্রথমবার পরিচালনা করার অভিজ্ঞতা দারুণ।'
Sponsored Links by Taboola