Father's Day 2023: কোথাও বাবাকে খোলা চিঠি, কোথাও আবার কেক কাটা, টলিউডের 'ফাদার্স ডে'-র অ্যালবাম
ফাদার্স ডে.. বাবাদের দিন। কেউ ফিরে দেখলেন বাবার সঙ্গে কাটানো সুখের মুহূর্ত, শেয়ার করে নিলেন সোশ্যাল মিডিয়ায়। কেউ আবার আজকের দিনটায় হাজির থাকলেন বাবাদের কাছেই। কারও বা কথায় ফুটে উঠল মনখারাপ। ফাদার্স ডে-তে কী করল টলিউড? একবার উঁকি দেওয়া যাক সমাজমাধ্যমের দেওয়ালে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই বাবা-মেয়ের মিষ্টি সম্পর্ক চিরকালই নজর কাড়ে সোশ্যাল মিডিয়ায়। রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক। বাবার সঙ্গে মিষ্টি এই ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ভালবাসার কথা লিখেছেন কোয়েল।
সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। শুধু বাবা নয়, তিনি ছবি শেয়ার করে নিয়েছেন বোনের সঙ্গেও। বাবার জন্য এদিন কেক এনেছিলেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে তিনি লেখেন, 'সবসময় আমায় সমর্থন করার জন্য, আগলে রাখার জন্য ধন্যবাদ। আমি সবসময় তোমার সেই ছোট্ট মেয়েটাই থাকব। আমি তোমার থেকে স্বাধীনভাবে বাঁচতে শিখেছি, শক্তি পেয়েছি আর অবশ্যই, তোমার উচ্চতাটাও পেয়েছি। হ্যাপি ফাদার্স ডে।
বাবা-মা নেই... কথাটা যেন এখনও মন থেকে মেনে নিতে পারেন না তিনি! কিছুদিন আগে পর্যন্তও ফিরতে খুব রাত হলে ফোন করে ফেলতেন মা-বাবাকে। 'চাবি নিয়ে যেতে ভুলে গেছি, ওপর থেকে চাবিটা ফেলো তো...' ফোন করে ফেলেও কেটে দিতে হত... সম্বিত ফিরে পেয়ে ভুল বুঝতে পারতেন। মানুষগুলোই তো নেই.. কাকে ফোন করছেন তিনি! আজ ফাদার্স ডে (Father's Day)। বাবাদের দিন। একরাশ মনখারাপ ঘেঁটে, এবিপি লাইভকে (ABP Live)-কে বাবা-মায়ের সঙ্গে কাটানো সময়ের স্মৃতি শোনালেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়
সোশ্যাল মিডিয়ায় বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শুধু বাবা নয়, তিনি শেয়ার করে নিয়েছেন ছেলে তৃষাণজিতের সঙ্গে কাটানো কিছু ভাল মুহূর্তের ছবিও। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ছবি কোলাজ শেয়ার করে লিখেছেন, মাথা উঁচু করে একদিকে বাবাকে দেখি আদর্শের জন্য, অন্যদিকে নিজের একজন বাবা হয়ে ওঠা... এই সফরটা সবসময় মনে থাকার।'
সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে কাটানো ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।
একটি অনুষ্ঠানে, অন্যটি বাবার সঙ্গে তোলা, একেবারে ঘরোয়া, আদুরে ছবি। সোশ্যাল মিডিয়ায় মিমি লিখেছেন, 'বাবা আমার বাবা'।
দুজনের পোশাকেই সাদা.. সোশ্যাল মিডিয়ায় বাবা ছেলের মিষ্টি ছবি শেয়ার করলেন অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen)। বাবা কৌশিক সেনের (Kaushik Sen) সঙ্গে হাসিমুখে ছবি আর সঙ্গে বাবার জন্য লম্বা চিঠি লিখলেন ঋদ্ধি। তার ছত্রে ছত্রে রইল বাবা ছেলের সম্পর্ক পেরিয়ে এক বন্ধুতার গল্প।
একসঙ্গে কেক কাটছেন দুই বাবা। এক বাবা, অন্যজন শ্বশুরমশাই। সব্যসাচী চক্রবর্তী। দুজনেই একটি কেক কাটছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে আবেগে ভেসেছেন ঋদ্ধিমা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -