Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Fatima Sana Shaikh: কোন রোগে আক্রান্ত? নিজের অসুস্থতার কথা প্রকাশ্যে আনলেন ফতিমা সানা শেখ
বলিউড অভিনেত্রী ফতিমা সানা শেখ (Fatima Sana Shaikh) বেশ কয়েক বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে নিজের কেরিয়ার গড়ে তুলেছেন। নজর কাড়েন 'দঙ্গল' ছবি দিয়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতারপর একে একে 'ঠগস অফ হিন্দুস্তান', 'লুডো' কিংবা 'থর' ছবিতে অভিনয় করেছেন। ফতিমার বলিউড জার্নি শুরু হয়েছিল শিশুশিল্পী হিসেবে। 'চাচি ৪২০', 'ওয়ান টু কা ফোর', 'ইশক'-এর মতো ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন।
বড় পর্দায় নায়িকা হিসেবে তাঁর কেরিয়ার খুব দীর্ঘ না হলেও ইতিমধ্যেই বেশ কিছু তাবড় তারকার সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করে ফেলেছেন। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'আস্ক মি এনিথিং' সেশনে নিজের অসুস্থতার কথা সামনে আনলেন অভিনেত্রী।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে 'আস্ক মি এনিথিং' সেশনের আয়োজন করেছিলেন বলিউড অভিনেত্রী ফতিমা সানা শেখ। যেখানে অনুরাগীরা তাঁকে যা খুশি প্রশ্ন করতে পারেন।
এবং অভিনেত্রী তাঁদের প্রশ্নের উত্তর দেন। সেখানেই ফতিমা জানান যে, তিনি এপিলেপ্সি (Epilepsy) বা মৃগী রোগে আক্রান্ত।
এখনও তাঁর চিকিতসা চলছে। তিনি বলেন, 'আমি যা কিছু তাই এখন করতে পারি। তবে, একটা সময় বেশ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কাটিয়েছি। যা আমাকে কিছুটা ধীর গতির করে দিয়েছে।
তবে, একটা বিষয়ে আমি সৌভাগ্যবান যে, আমি যাঁদের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম, তাঁদের সঙ্গে কাজ করে ফেলেছি। আর আমার অসুখ কখনওই আমার প্যাশন আমার কাজের পথে বাধা হয়ে দাঁড়ায়নি।
নিজের সেরা পারফরম্যান্স দেওয়ার সময় কখনও আমি বাধা অনুভব করিনি। আরও ভালো করে বললে, এই কঠিন পরিস্থিতিগুলোই আমাকে আরও শক্তিশালী করে তুলেছে।'
মৃগী রোগের ক্ষেত্রে একটা ধারণা রয়েছে যে, এতে বুঝি জুতো শোঁকালে রোগীর জ্ঞান ফেরে। এই ধারণাকে একেবারেই ভুয়ো বললেন ফতিমা সানা শেখ। তিনি বলেন, 'এটা শুধুই একটা ধারণা। দয়া করে কেউ এমন কাজ করবেন না। আমার মধ্যে আতঙ্ক হয়ে গিয়েছে এই ধারণাকে কেন্দ্র করে। একবার আমার পরিবারের লোকেরা আমার সঙ্গে এই কাজ করেছিল। ভয়ঙ্কর ছিল সেই অভিজ্ঞতা।'
এক অনুরাগীর অভিনেত্রীকে প্রশ্ন করেন যে, ছোটবেলা থেকে যদি কেউ মৃগী রোগে আক্রান্ত হয়, তাহলে কি সে শরীরচর্চা করতে পারবে? ফতিমা বলেন, 'আমি নিয়ম করে শরীরচর্চা করে গিয়েছি। এটাই আমাকে ভালো রেখেছে। তবে, যেকোনও ক্ষেত্রেই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেওয়া দরকার। আমি কোন ধরনের চিকিতসার মধ্যে দিয়ে গিয়েছি, তা আমি শেয়ার করব না। কারণ, আমি চাই না, কেউ আমার প্রেসকিপশন ফলো করুন। প্রত্যেকের সমস্যা আলাদা আর চিকিতসাও হয় আলাদা। তাই আপনার জন্য ডাক্তার যে পরামর্শ দেবেন, তাই মেনে চলা দরকার। বর্তমানে আমি অনেকটাই ঠিক আছি।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -