অমিতাভ থেকে অক্ষয়, শাহরুখ, প্রিয়ঙ্কা, আমির-এই তারকাদের প্রথম রোজগার কত ছিল জানেন?
শাহরুখ খান- বলিউডের কিং খান শাহরুখের প্রথম রোজগার ছিল মাত্র ৫০ টাকা। গজল শিল্পী পঙ্কজ উদাসের কনসার্টে কাজ করার জন্য এই টাকা পেয়েছিলেন তিনি। আর প্রথম রোজগারের টাকা নিয়ে সটান তাজমহল দেখতে পৌঁছে গিয়েছিলেন শাহরুখ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅমিতাভ বচ্চন- বলিউডের মহানায়ক অমিতাভ বচ্চন প্রথমে কলকাতার একটি জাহাজ কোম্পানিকে কাজ করতেন। ওই সময় তাঁর বেতন ছিল ৫০০ টাকা।
আমির খান-বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান তাঁর কেরিয়ার শুরু করেছিলেন অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার হিসেবে। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, আমির অ্যাসিস্ট্যান্ড ডিরেক্টর হিসেবে ১০০০ টাকা বেতন পেতেন। প্রথম বেতন আমির মায়ের হাতে তুলে দিয়েছিলেন।
প্রিয়ঙ্কা চোপড়া-বলিউড সহ হলিউডেও নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন প্রিয়ঙ্কা চোপড়া। তাঁর প্রথম রোজগার ৫ হাজার টাকা। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, প্রিয়ঙ্কা তাঁর প্রথম আয়ের চেক মায়ের হাতে তুলে দিয়েছিলেন। ওই চেক প্রিয়ঙ্কার মা এখনও সযত্নে রেখে দিয়েছেন।
অক্ষয় কুমার-বলিউডের খিলাড়ি অভিনেতা অক্ষয় কুমার সিনে ইন্ডাস্ট্রিতে আসার আগে ব্যাঙ্ককে একটি রেস্তোরাঁয় শেফ ছিলেন। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, ওই সময় তাঁর মাস মাইনে ছিল মাত্র দেড় হাজার টাকা। সেই অক্ষয় আজ বলিউডের সবচেয়ে বেশি রোজগেরে তারকাদের তালিকায় শীর্ষে।
বলিউডের প্রথমসারির তারকারা কোনও সিনেমায় কাজ করতে মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়ে থাকেন। এ কথা সবাই জানেন। সেই পারিশ্রমিক অনেক তারকার ক্ষেত্রে কয়েক কোটি টাকা হয়। কিন্তু জানেন কি, এমনই কিছু তারকার প্রথম রোজগার কত ছিল। তা এতই কম ছিল যে, শুননে বিশ্বাস করাটাই শক্ত। দেখে নেওয়া যাক, এমনই কিছু বলিউড তারকার প্রথম আয়ের অঙ্ক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -