Celebrity Viral Pic: রাজনৈতিক কেরিয়ারে অনিশ্চয়তা, পপ তারকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত ভাইরাল, খবরে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
Justin Trudeau-Katy Perry: রাজনীতিতে ফিরবেন কি? প্রশ্ন অনুরাগীদের। ব্যক্তিগত জীবন নিয়ে এখন চর্চায় জাস্টিন ট্রুডো। -ফাইল ছবি।
-ফাইল চিত্র।
1/10
গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছু দিন ধরেই। ইতিউতি একসঙ্গে দেখাও যাচ্ছিল তাঁদের। কিন্তু প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি এতদিন।
2/10
কিন্তু কানাডার প্রাক্তন প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং আমেরিকার পপ তারকা কেটি পেরির অন্তরঙ্গ মুহূর্ত এবার ধরা পড়ল ক্যামেরায়।
3/10
ক্যালিফোর্নিয়ার সান্টা বারবরায় সমুদ্রস্নানে গিয়েছিলেন জাস্টিন ও কেটি। সেখানে প্রমোদতরীতে দু’জনের ঘনিষ্ঠ ছবি সামনে এসেছে। ছবিতে দেখা গিয়েছে, চুম্বনরত অবস্থায় রয়েছেন তাঁরা।
4/10
৫৩ বছর বয়সি জাস্টিন ২০২৩ সালেই স্ত্রী সোফি গ্রেগয়ের থেকে আলাদা হয়ে যান। সেই মতো আইনি নথিতেও সই করেন তাঁরা। এর পর আর কারও সঙ্গে দেখা যায়নি জাস্টিনকে।
5/10
তবে কয়েক মাস আগে কেটির সঙ্গে একটি রেস্তরাঁয় একসঙ্গে দেখা যায় তাঁকে। ৪০ বছর বয়সি কেটি এবং তাঁর ফিয়ন্সে, অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সম্পর্কে চিড় ধরেছে বলে তার কিছুদিন আগেই জানা গিয়েছিল।
6/10
ফলে জাস্টিন এবং কেটিকে নিয়ে গুঞ্জন শুরু হতে সময় লাগেনি। তাঁরা শুধুই বন্ধু, না তার চেয়ে বেশি, জোর চর্চা শুরু হয় সেই সময়।
7/10
সম্প্রতি শোনা যায়, কেটির সঙ্গে তাঁকে নিয়ে যে গুঞ্জন শুরু হয়েছে, তাতে অস্বস্তিতে পড়েছেন জাস্টিন। তাই কেটির সঙ্গে দূরত্ব বজায় রাখছেন তিনি।
8/10
কিন্তু সান্টা বারবরা থেকে যে ছবি সামনে এল, তাতে জাস্টিন এবং কেটির মধ্যে দূরত্ব বাড়ার দাবি নস্যাৎ হয়ে গেল। তাঁরা যে শুধু বন্ধু নন, তাও পরিষ্কার হয়ে গেল সকলের কাছে।
9/10
যে ছবিটি সামনে এসেছে, তাকে কালো স্নান পোশাকে দেখা গিয়েছে কেটিকে। জাস্টিনও সাঁতারের পোশাকেই। অন্তরঙ্গ অবস্থাতেই ছিলেন তাঁরা।
10/10
অরল্যান্ডোর সঙ্গে একটি মেয়ে রয়েছে কেটির। ১৮ বছরের দাম্পত্য জীবনে তিন সন্তান হয় জাস্টিনের। এই মুহূর্তে রাজনীতিতে জাস্টিনের প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন সকলে। অন্য দিকে, কেটিকেও ফের সঙ্গীতের দুনিয়ায় দেখতে আগ্রহী অনুরাগীরা।
Published at : 12 Oct 2025 04:37 PM (IST)