Mother's Day 2021অমৃতা থেকে অনুষ্কা, প্রথমবার মাতৃ দিবস উদযাপন বলিউড তারকাদের
আজ মাদার্স ডে বা মাতৃ দিবস। অমৃতা রাও, অনুষ্কা শর্মা থেকে হর্শদীপ কৌর। এবার মাতৃ দিবস তাঁদের কাছে খুব স্পেশাল। বলিউডের একাধিক সেলেব একরত্তিকে নিয়ে উপভোগ করবেন মাতৃ দিবসের স্বাদ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচলতি বছর ১১ জানুয়ারি কন্যা সন্তানের মা হয়েছেন অনুষ্কা। কোল আলো করে এসেছে তাঁদের প্রথম সন্তান। মেয়ের নাম রেখেছেন ভামিকা। বিয়ের ৩ বছর পর বিরুষ্কার জীবনে এসেছে ভামিকা।
দ্বিতীয়বার পুত্র সন্তানের মা হয়েছেন করিনা কপূর খান। দাদা হয়েছে তৈমুর আলি খান। ২১ ফেব্রুয়ারি পু্ত্র সন্তানের জন্ম দেন করিনা।
গত বছর নভেম্বরে সন্তানের জন্ম দেন অভিনেত্রী অমৃতা রাও। অমৃতা এবং তাঁর স্বামী আর জে আনমোল একরত্তির নাম রেখেছে ভির। এবার ছেলের সঙ্গে প্রথমবার মাতৃ দিবস পালন করবেন অভিনেত্রী।
হর্শদীপ কৌরের কোল আলো করে এসেছে পুত্র সন্তান। নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে সেই খবর জানিয়েছিলেন তিনি। চলতি বছর ২ মার্চ শিশু পুত্রের জন্ম দেন তিনি।
বিগ বস খ্যাত নাতাশার প্রথম মাতৃ দিবস আজ। গত বছর জুলাই মাসে ছেলের বাবা হন হার্দিক পান্ডে। নাচ বালিয়ে ৯-এর প্রতিযোগী নাতাশা এবার তাঁর পুত্র সন্তান অগস্তার সঙ্গে মাতৃ দিবস পালন করবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -