Ramayana: রামানন্দ সাগরের রামায়ণে অভিনয় করতে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছিলেন কে? রইল পুরো তালিকা

Ramananda Sagar Ramayana: রামানন্দ সাগরের রামায়ণ-এ অভিনয় করার জন্য কত পারিশ্রমিক নিয়েছিলেন রাম, লক্ষণ, সীতা, হনুমান?

রামানন্দ সাগরের রামায়ণে অভিনেতা অভিনেত্রীদের পারিশ্রমিক

1/8
রামানন্দ সাগরের রামায়ণ-এ অভিনেতা অরুণ গোভিল (Arun Govil) শ্রীরামের চরিত্র অভিনয় করে সবার মন জয় করেছিলেন। আজও মানুষ তাকে ভগবান রামের রূপেই যেন দেখেন। এখনও যেন রামানন্দ সাগরের রামায়ণ দর্শকদের কাছে চিরনতুন।
2/8
জানা যায়, কিছু অনুরাগী নাকি অরুণ গোভিলের আসল নামটাই জানতে না। তাঁকে রাম বলেই সম্বোধন করতেন। জানেন কী, এই চরিত্রে অভিনয় করার জন্য কত টাকা নিয়েছিলেন অরুণ। জানা যায়, সেই সময়ে ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন অরুণ গোভিল।
3/8
রামানন্দ সাগরের রামায়ণে দীপিকা চিখলিয়া অভিনয় করেছিলেন সীতার চরিত্রে। এখনও দর্শকের মনে সীতা বলতে ভেসে ওঠে দীপিকা চিখলিয়ার অল্পবয়সী ছবিই।
4/8
আজও অনেকেই দীপিকা চিখলিয়ার আসল নামটাই জানেন না। তাঁকে সীতা বলেই চেনেন। জানেন কী, সীতার চরিত্রে অভিনয় করার জন্য দীপিকা চিখলিয়া সেই সময়ে ২০ লক্ষ টাকা নিয়েছিলেন।
5/8
ভগবান শ্রীরামের ছোট ভাই লক্ষ্মণ সবসময় তাঁর বড় ভাইয়ের আদেশ পালন করেছেন। লক্ষ্মণ বনবাসের সময় এক মুহূর্তের জন্যও তাঁর বড় ভাই রামের হাত ছাড়েননি। রামায়ণের এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র
6/8
লক্ষ্মণের এই চরিত্রটিতে অভিনেতা সুনীল লহরী অভিনয় করেছিলেন। দর্শকদের ভালবাসাও পেয়েছিলেন প্রচুর। এই ভূমিকার জন্য তিনি ১৮ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।
7/8
ভগবান রামের সবথেকে বড় ভক্ত হনুমানের চরিত্রে দারা সিং অভিনয় করেছিলেন। তিনি এই ভূমিকার জন্য ৩৫ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। অর্থাৎ অরুণ গোভিলের পরেই ছিল তাঁর দ্বিতীয় উচ্চ পারিশ্রমিক
8/8
রাবণের চরিত্রে অভিনেতা অরবিন্দ ত্রিবেদী অসাধারণ অভিনয় করেছিলেন। রাবণ নাম শুনলেই তার মুখ ভেসে ওঠে। এই চরিত্রের জন্য তাকে ৩০ লক্ষ টাকা দেওয়া হয়েছিল।
Sponsored Links by Taboola