বছরভর ছবি উপহার দিয়ে থাকেন তাঁরা, কত টাকা নেন দীপিকা-করিনারা?
ফটো এবং ভিডিও-র জন্য বরাবরই খবরের শিরোনামে থাকেন আলিয়া ভট্ট। নতুন বছর পালনের জন্য রাজস্থানে যান তিনি। এদিকে রাজি ছবিতে অভিনয়ের জন্য ১০ কোটি টাকা নিয়েছেন তিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কোনও ছবিতে কাজ করার জন্য ২২ কোটি টাকা নিয়ে থাকেন আলিয়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহলিউড তথা বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া ২২ কোটি টাকা নিয়ে থাকেন কোনও ছবিতে অভিনয় করার জন্য। তাঁর আগামী ছবি দ্য ম্যাট্রিক্স ফোর। এই বছরই মুক্তি পাবে এই ছবি।
নিজের কেরিয়ারে বহুবার উত্থান পতন হয়েছে কঙ্গনার। কিন্তু কখনই নিজের জায়গা থেকে সরে আসেননি তিনি। কোনও ছবি করতে ২৫ কোটি টাকা নিয়ে থাকেন তিনি।
ফের মা হতে চলেছেন করিনা কপূর। লাল সিংহ চাড্ডা ছবির শ্যুটিং শেষ হয়েছে কয়েকদিন আগে। ছবিতে দেখা যাবে আমির খানকে। প্রতিবেদন অনুযায়ী, একটি ছবি করতে ২০ থেকে ২১ কোটি টাকা নিয়ে থাকেন করিনা।
২০০৭ সালে ওম শান্তি ওম ছবিতে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেন দীপিকা পাডুকোন। তাঁর বিপরীতে ছিলেন শাহরুখ খান। দর্শকদের একাধিক হিট ছবি উপহার দেন তিনি। প্রতিবেদন অনুযায়ী, ২৫ থেকে ২৬ কোটি টাকা নিয়ে থাকেন অভিনেত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -