Tollywood News: ইশা-ইন্দ্রনীল থেকে শুরু করে দিব্যজ্যোতি, আরাত্রিকা.. শুরু সৃজিতের 'লহ গৌরাঙ্গের নাম রে'-র শ্যুটিং
Loho Gauranger Nam Re: সৃজিতের লহ গৌরাঙ্গের নাম রে-তে চমক দিব্যজ্যোতি, ইশা আর ইন্দ্রনীলের জুটি
ইশা-ইন্দ্রনীল থেকে শুরু করে দিব্যজ্যোতি, আরাত্রিকা.. শুরু সৃজিতের 'লহ গৌরাঙ্গের নাম রে'-র শ্যুটিং
1/11
আজ থেকে শুরু হল সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji)-র নতুন ছবি, 'লহ গৌরাঙ্গের নাম রে'-র শ্যুটিং। আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা। সেই স্নানযাত্রার দিনই শুরু হল নতুন ছবির শ্যুটিং।
2/11
এই ছবিতে ৩টি সময়কালকে তুলে ধরা হবে বলে সৃজিত জানিয়েছেন। এর মধ্যে নটি বিনোদিনী, শ্রীচৈতন্য মহাপ্রভু, গিরীশচন্দ্র ঘোষের মতো চরিত্ররা উঠে আসবে।
3/11
আবার একজন সুপারস্টার ও আরেকজন পরিচালকের মধ্যের সম্পর্কের কথাও উঠে আসবে। এখনকার সময় থেকে শুরু করে নাইন্টিন্থ সেঞ্চুরির মতো সময়কালও উঠে আসবে।
4/11
শ্রীচৈতন্যের সময়কালও উঠে আসবে এই ছবিতে। এই ছবির সবচেয়ে বড় চমক অবশ্যই চৈতন্যদেবের চরিত্রে। এই চরিত্রে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা দিব্যজ্য়োতি দত্তকে
5/11
দিব্যজ্যোতিকে পরিচালক ওজন কমাতে বলেছিলেন এই ছবিটির জন্যই। দিব্যজ্যোতি তাই করেছিলেন। এই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রাখছেন দিব্যজ্যোতি। দীর্ঘদিন ধরেই এসভিএফের সঙ্গে কাজ করছেন দিব্যজ্যোতি। আর এবার বড়পর্দায় পা রাখতে চলেছেন তিনি।
6/11
এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইশা সাহা ও ইন্দ্রনীল সেনগুপ্তকে। তাঁদের বর্তমান সময়ের প্রেক্ষাপটে দেখা যাবে।
7/11
ইন্দ্রনীলকে দেখা যাবে একজন সুপারস্টারের চরিত্রে। ইশাকে দেখা যাবে একজন পরিচালকের চরিত্রে।
8/11
তবে ইশার সঙ্গে ইন্দ্রনীলের চরিত্রের প্রেমের সম্পর্ক দেখানো হবে। এই ছবির প্রযোজনায় যুগ্মভাবে রয়েছেন রানা সরকার ও এসভিএফ।
9/11
ছবিতে শ্রী চৈতন্য়ের জীবন ও অনুসাঙ্গিক ঘটনাক্রম থাকবে। মায়াপুর শ্রীচৈতন্য মঠের আচার্য ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজের থেকে অনুমতি নেওয়া হয়েছে।
10/11
এবার পুজোয় সৃজিতের ছবি আসছে না। শীতে 'লহ গৌরাঙ্গের নাম রে' নিয়ে আসার কথা সৃজিতের।
11/11
আজ স্নানযাত্রার দিন শুরু হল ছবির শ্যুটিং। কলকাতার আশেপাশে ও অন্যান্য কিছু জায়গাতেই হবে শ্যুটিং। এই ছবিতে বিনোদিনীর চরিত্রে দেখা যাবে শুভশ্রী মুখোপাধ্যায়কে। ছবির সহ প্রযোজক হিসেবে রয়েছেন রানা সরকার।
Published at : 11 Jun 2025 05:36 PM (IST)