Ganesh Chaturthi: গণেশ চতুর্থীতে বহুমূল্য পোশাক পরেছেন বলিউডের এই অভিনেত্রীরা
মহারাষ্ট্রের সবচেয়ে বড় উৎসব গণেশ চতুর্থী। সমাজের অন্যান্য ক্ষেত্রের মানুষের মতোই বলিউড তারকারাও এই উৎসবে সামিল হন। অনেকেই বাড়িতে গণেশ আরাধনা করেন। এই উৎসবে অনেক অভিনেত্রীই নজরকাড়া পোশাক পরেন। পোশাকের দাম মাথা ঘুরিয়ে দেওয়ার মতো।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৯-এর গণেশ চতুর্থীর সময় আন্ধেরিতে একটি পুজোমণ্ডপে যান অভিনেত্রী কঙ্গনা রানাউত। তাঁর পরনে ছিল একটি দামী শাড়ি। সেই শাড়িটির দাম ছিল ১৪,৭০০ টাকা।
২০১৯-এর গণেশ চতুর্থীর সময় মুকেশ অম্বানির বাড়িতে যান রেখা। সেই সময় তাঁর পরনে ছিল একটি দামী কাঞ্জিভরম শাড়ি।
২০১৮-র গণেশ উৎসব উপলক্ষে একটি রিয়েলিটি শো-র সেটে বেনারসি শাড়ি পরে হাজির হন মাধুরী দীক্ষিত।
২০১৭-তে গণেশ চতুর্থীর সময় লালবাগে রাজা বাপ্পা দর্শনে যান ঐশ্বর্য রাই বচ্চন। সেই সময় তাঁর পরনে ছিল সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনে তৈরি লাল রঙের একটি শাড়ি।
২০১৮-তে গণেশ উৎসবের সময় হলুদ রঙের একটি গারারা সেটে দেখা যায় করিনা কপূরকে। এই পোশাকের সঙ্গে তিনি নেন গোলাপি রঙের দোপাট্টা।
২০১৯-এ লালবাগে রাজা বাপ্পা দর্শনে যান দীপিকা পাড়ুকোন। সেই সময় তাঁর পরনে ছিল সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনে তৈরি পিচ মিন্ট গ্রিন ও পাউডার ব্লু রঙের শাড়ি। সেই শাড়িটির দাম ছিল ৩৭ হাজার টাকা।
মুকেশ অম্বানির বাড়িতে গণেশ চতুর্থীতে যান আলিয়া ভট্ট। সেই সময় তাঁর পরনে ছিল মণীশ মালহোত্রর ডিজাইনে তৈরি একটি শাড়ি। সেই শাড়িটির দাম ছিল ২৮,৫০০ টাকা।
২০১৯-এ পরিবারের সঙ্গে গণেশ চতুর্থী পালন করেন শিল্পা শেট্টি। সেই সময় তিনি একটি হলুদ রঙের শাড়ি পরেন। এই শাড়িটি পুনীত বালানের ডিজাইনে তৈরি হয়।
২০১৯-এ মুকেশ অম্বানির বাসভবনে গণেশ উৎসবে যান কৃতী শ্যানন। সেই সময় তাঁর পরনে ছিল মণীশ মালহোত্রর ডিজাইনে তৈরি একটি শাড়ি। সেই শাড়িটির দাম ছিল ১ লক্ষ ৯৫ হাজার টাকা।
২০১৪ সালে প্রথমবার আদিত্য চোপড়ার সঙ্গে গণেশ চতুর্থী পালন করেন রানি মুখোপাধ্যায়। সেই সময় তাঁর পরনে ছিল লাল রঙের একটি স্যুট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -