Bollywood Actress Marriage: মুমতাজ থেকে সোনম, ইন্ডাস্ট্রির বাইরে বিয়ে করেছেন বলিউডের এই অভিনেত্রীরা
'৯০-এর দশকের অন্যতম প্রতিষ্ঠিত অভিনেত্রী জুহি চাওলা । ১৯৯৫ সালে ব্যবসায়ী জয় মেহতাকে বিয়ে করেন তিনি। জয় মেহতার এটা দ্বিতীয় বিয়ে ছিল। ওই সময় জুহির বয়স ছিল ২৮ বছর। এই বিয়েটা সকলকে চমকে দিয়েছিল। কারণ, তাঁদের দুজনের সম্পর্কের কোনও খবর ছিল না। এমনকী বিয়ের খবরও পাওয়া যায়নি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেরিয়ারে মধ্যগগনে ছিলেন মাধুরী দিক্ষিত। সেই সময়ই লস অ্যাঞ্জেলসের কার্ডিওভাস্কুলার সার্জন শ্রীরাম নেনে-কে বিয়ে করার সিদ্ধান্ত নেন। ১৯৯৯ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন এই জুটি। খুব গোপনে বিয়েটা হয়েছিল। কিন্তু, রিসেপশনে হাজির ছিলেন বলিউডের বড় বড় তারকারা।
'৬০-'৭০- এর দশকে বলিউডের অন্যতম নামী ও সুন্দরী অভিনেত্রী ছিলেন মুমতাজ। নিজের সময়ে সব বড় অভিনেতার সঙ্গে অভিনয় করেছেন। এহেন মুমতাজ আরবপতি ময়ূর মাধবনীকে দুবছর ডেট করেছেন। এর পর ১৯৭৪ সালে লন্ডনে ছুটি কাটানোর সময় মাধবনীকে বিয়ে করেন মুমতাজ।
আনন্দ আহুজাকে বিয়ে করেছেন অনিল-কন্যা সোনম কাপুর। বলিউডের অন্যতম মিষ্টি জুড়ি ধরা হয় আনন্দ-সোনমকে। ২০১৮ সালের ৮ মার্চ মুম্বইয়ে বিয়ে করেন তাঁরা। আনন্দ আহুজা ভারতের বড় ব্যবসায়ীদের মধ্যে অন্যতম।
২০২০-র ৩০ অক্টোবর দীর্ঘদিনের বয়ফ্রেন্ড ও ব্যবসায়ী গৌতম কিচলুকে বিয়ে করেন দক্ষিণ ভারত ও বলিউডের নামী অভিনেত্রী কাজল আগরওয়াল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -