Ishaa Saha Birthday: বড়পর্দা থেকে সিরিজ, তিনি এখন পরিচালকদের অন্যতম পছন্দ.. জন্মদিনে ইশার সফর
Ishaa Saha Unknown Facts: পর্দা থেকে ব্যক্তিগত জীবন... ইশার জীবন যেন খোলা খাতার মতো..
পর্দা থেকে ব্যক্তিগত জীবন... ইশার জীবন যেন খোলা খাতার মতো..
1/10
৩৩ পূর্ণ করলেন অভিনেত্রী ইশা সাহা (Ishaa Saha)। ছোটপর্দা থেকে শুরু হয়েছিল তাঁর যাত্রা। আর এখন, বড়পর্দার প্রথম সারির নায়িকা তিনি। ইশা সাহা (Ishaa Saha)। আজ তাঁর জন্মদিন।
2/10
ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখাই স্বভাব অভিনেত্রীর। টলিউডের সব পার্টিতে দেখা মেলে না তাঁর। সম্পর্ক নিয়ে রটনা হলেও, তা নিয়ে কখনোই মুখ খোলেন না অভিনেত্রী।
3/10
২০১৬ সালে ধারাবাহিক 'ঝাঁঝ লবঙ্গ ফুল'-এর হাত ধরে অভিনয়ে পা রাখেন ইশা। এরপরে তাঁকে আর ফিরে তাকাতে হয়নি।
4/10
এরপরে, ২০১৭ সালে বড়পর্দায় পা রাখেন ইশা। মুখ্যভূমিকাতেই। নায়িকা হয়ে। ইশার অভিনয় করা প্রথম ছবি ছিল, 'প্রজাপতি বিস্কুট'
5/10
বড়পর্দায় পা রেখে, প্রথম থেকেই নজর কেড়েছিলেন ইশা। পেয়েছিলেন সাফল্যও। মিষ্টি নায়িকার অভিনয়সত্ত্বাতে মজেছিলেন দর্শকেরা।
6/10
এরপরে, সোয়েটার, গুপ্তধন সিরিজ, গোলন্দাজ, মহানন্দা, ঘরে ফেরার গান, কাছের মানুষ, কলকাতা চলন্তিকা, একটু সরে বসুন-এর মতো ভিন্ন ধরনের ছবিতে অভিনয় করেছেন ইশা সাহা।
7/10
কেবল বড়পর্দায় নয়, ইশা নজর কেড়েছেন ওয়েব পর্দাতেও। ইন্দু, হ্যালো, মাফিয়ার মতো ওয়েব সিরিজেও ইশাকে ভিন্নরূপে পেয়েছেন দর্শক। ইশা প্রত্যেকবারই প্রমাণ করে দিয়েছেন নিজের অভিনয় সত্ত্বা।
8/10
ইশার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছিল অভিনেত্রী ইন্দ্রনীল সেনগুপ্তের। ইন্দ্রনীলের বিবাহবিচ্ছেদ নিয়ে গুঞ্জন চলছিলই, আর তার দায়ভার চাপানো হয়েছিল ইশার ওপর। যদিও এই বিষয় নিয়ে কোনোদিনই মুখ খোলেননি ইশা বা ইন্দ্রনীল কেউই।
9/10
ইশা একাধিকবার সোশ্যাল মিডিয়াতেও কটাক্ষের শিকার হয়েছেন। শিকার হয়েছেন বডি শেমিংয়েরও। ইশা অবশ্য সেই সমস্ত কটাক্ষের কোনও উত্তর দেননি। কেবল অফ করে দিয়েছিলেন ছবির কমেন্টবক্সগুলি।
10/10
ইশা অবশ্য সোশ্যাল মিডিয়ায় কেবল ফটোশ্যুট ছাড়া নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বিশেষ কিছু পোস্ট করেন না। তিনি বারে বারেই বলেছেন, নিজের ব্যক্তিগত জীবনকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতেই পছন্দ করেন তিনি।
Published at : 26 Feb 2024 01:07 PM (IST)