পার্শ্ব চরিত্র থেকে নায়িকা, এক ঝলকে অভিনেত্রী পরিণীতি চোপড়ার সেরা ১০ ছবি
২০১১ সালে মুক্তি পেয়েছিল পরিণীতি চোপড়ার প্রথম ছবি 'লেডিজ ভার্সেস রিকি বেহল'। প্রধান চরিত্রে না হলেও অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথম প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে 'ইশকজাদে' ছবিতে। মুক্তি পায় ২০১২ সালে। বলিউড নতুন জুটি পায়, অর্জুন কপূর - পরিণীতি চোপড়া।
ভিন ধরনের প্রেমের গল্প নিয়ে ২০১৩ সালে মুক্তি পায় 'শুদ্ধ দেশি রোম্যান্স'। প্রয়াক অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে এই ছবিতে কাজ করেন পরিণীতি।
অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে ২০১৩ সালে তাঁকে 'হসি তো ফসি' ছবিতে অভিনয় করতে দেখা যায়।
অভিনয়ের সঙ্গে গান গাইতেও পারদর্শী পরিণীতি। তবে পর্দায় গায়িকার চরিত্রে তাঁকে প্রথম দেখা যায় ২০১৭ সালের 'মেরি পেয়ারি বিন্দু' ছবিতে। আয়ুষ্মান খুরানার বিপরীতে ছবিটি বক্সঅফিসে বিশেষ সাফল্য না পেলেও সমালোচকরা প্রশংসা করেছিলেন।
২০১৯ সালে মুক্তি পায় অক্ষয় কুমারের বিপরীতে অভিনীত 'কেসরি' ছবি।
২০২১ সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় পরিণীতি চোপড়ার 'দ্য গার্ল অন দ্য ট্রেন'।
২০১২ সালের পর ফের একসঙ্গে ২০২১ সালে কাজ করতে দেখা যায় অর্জুন কপূর ও পরিণীতি চোপড়াকে। ছবির নাম 'সন্দীপ ঔর পিঙ্কি ফেরার'।
সাইনা নেহওয়ালের বায়োপিক 'সাইনা' ছবির নাম ভূমিকায় অভিনয় করেন পরিণীতি।
মুক্তির অপেক্ষায় পরিচালক সূরজ বারজাতিয়ার সঙ্গে 'উঁচাই' ছবি। চলছে শ্যুটিং। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেন অভিনেত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -