Gadar Turns 20: ‘গদর: এক প্রেম কথা’ মুক্তির পর দু’দশক পার, কী করছেন তখনকার শিশু অভিনেতা উৎকর্ষ?
সানি দেওল, অমরীশ পুরী, আমিশা পটেলের সুপারহিট ছবি ‘গদর: এক প্রেম কথা’ মুক্তি পাওয়ার পর দু’দশক পেরিয়ে গেল। ২০০১ সালের ১৫ জুন মুক্তি পেয়েছিল ছবিটি। প্রবল জনপ্রিয় হয় ছবিটি। সানি, অমরীশ, আমিশার পাশাপাশি শিশু অভিনেতা উৎকর্ষ শর্মার অভিনয়ও দর্শকদের মন জয় করে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘গদর: এক প্রেম কথা’-র পরিচালক অনিল শর্মার ছেলে উৎকর্ষ। তিনি এই ছবিতে ‘জিতে’-র চরিত্রে অভিনয় করেন। তাঁর অভিনয় নজর কেড়ে নেয়।
চিত্রনাট্য অনুযায়ী, সানি ও আমিশার ছেলে ‘জিতে’। ছোট্ট চরিত্র হলেও, তার মধ্যেই অভিনয় দক্ষতার পরিচয় দেন উৎকর্ষ।
i‘গদর: এক প্রেম কথা’-র পর শিশু অভিনেতা হিসেবে ‘আব তুমহারে হাওয়ালে বতন সাথিয়ো’, ‘আপনে’ ছবিতে কাজ করেন উৎকর্ষ। এই দু’টি ছবিরই পরিচালক ছিলেন অনিল।
‘আব তুমহারে হাওয়ালে বতন সাথিয়ো’ ছবিতে ববি দেওলের ছোটবেলার চরিত্রে অভিনয় করেন উৎকর্ষ। ‘আপনে’ ছবিতে তিনি সানির ছোটবেলার চরিত্রে অভিনয় করেন।
অল্পবয়সেই সানি, মিঠুন চক্রবর্তী, নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ পান উৎকর্ষ। ফলে তিনি অনেককিছু শেখার সুযোগ পান।
উৎকর্ষ এখন বড় হয়ে গিয়েছেন। ভবিষ্যতে আরও অনেক ছবিতে দেখা যেতে পারে তাঁকে।
এই দু’দশকে অনেক পরিণত হয়েছেন উৎকর্ষ। ভবিষ্যতে বিভিন্ন ধরনের চরিত্রে তাঁর অভিনয় দক্ষতার পরিচয় পাওয়া যাবে বলে আশা চলচ্চিত্রপ্রেমীদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -