Tarapith Temple Reopens: একমাস বন্ধ থাকার পর আজ থেকে খুলল তারাপীঠ মন্দির

একমাস বন্ধ থাকার পর আজ থেকে খুলল তারাপীঠ মন্দির

1/8
করোনা আবহে একমাস বন্ধ থাকার পর আজ থেকে খুলল তারাপীঠ মন্দির।
2/8
বৃষ্টির কারণে পুণ্যার্থীর সংখ্যা কম। কোভিড বিধি মেনে মন্দির প্রবেশের অনুমতি।
3/8
বিগ্রহকে যাতে কেউ স্পর্শ করতে না পারে, সেজন্য গর্ভগৃহের সামনে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে।
4/8
গর্ভগৃহে মোবাইল ফোন নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
5/8
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মন্দির চত্বরের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে সাইনবোর্ড।
6/8
ভক্তদের মন্দিরে ঢোকার ক্ষেত্রে মানতে হচ্ছে বেশ কিছু বিধিনিষেধ।
7/8
এর আগে, গত সপ্তাহে ভক্তদের জন্য ফের খুলে গেল হুগলির তারকেশ্বর মন্দির। বৃহহস্পতিবার সকাল ৭টায় খোলে মন্দিরের দরজা।
8/8
আপাতত প্রতিদিন সকাল ৭ টা থেকে বেলা ১২টা পর্যন্ত মন্দির খোলা রাখা হবে। তবে ভক্তরা গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না।
Sponsored Links by Taboola