Ganesh Chathurthi 2023: সারা আলি খান, জাহ্নবী কপূর থেকে রাজ-শুভশ্রী, শ্রাবন্তী, গণেশ বন্দনায় মাতোয়ারা টলিউড থেকে বলিউড
গণেশ বন্দনায় মাতলেন অভিনেত্রী জাহ্ণবী কপূর। গোল্ডেন শাড়িতে এদিন ফ্রেমবন্দি হলেন 'মিলি' অভিনেত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'গণপতি বাপ্পা মোরিয়া'... গজাননের আরাধনায় মেতে উঠলেন অভিনেতা কার্তিক আরিয়ানও।
এই তালিকায় রেয়েছে সারা আলি খানের নামও। হলুদ সালোয়ারে এদিন নিজেকে সাজিয়েছিলেন 'কেদারনাথ' অভিনেত্রী।
সপরিবারে গণেশ পুজোর মেতে উঠলেন সোহা আলি খানও। এদিন হাল্কা গোলাপি পোশাকে দেখা গেল সোহা-কুণাল খেমু ও ছোট্ট ইনায়াকে।
গণেশ বন্দনায় মাতলেন অভিনেত্রী ভূমি পেডনেকরও। করজোড়ে ক্য়ামেরাবন্দি হলেন এই বিটাউন তারকা।
সপরিবারে গণপতির আরাধনায় মাতলেন রাজ চক্রবর্তী। সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করলেন একাধিক ছবি।
গণেশ বন্দনায় দেখা মিলল অভিনেত্রী ঊষসী রায়েরও। তাঁর পোস্ট করা ছবি ইতিমধ্যেই পছন্দ করেছে তাঁর ভক্তরা।
ভিন্ন সাজে গণেশ পুজোয় দেখা মিলল অভিনেত্রী শ্রাবন্তীরও।
হলুদ পোশাকে গণেশ বন্দনায় সামিল হলেন টলি পাড়ার অভিনেত্রী সুস্মিতাও।
বাদ গেলেন না অভিনেত্রী দিতিপ্রিয়াও। গণেশ পুজোর দিনে লাল পোশাকে বেশ খোশমেজাজে ফ্রেমবন্দি হলেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -