Ganesh Chaturthi 2021: বাড়িতে গণেশ আরাধনা, প্রসাদ বিলি সোনু সুদের
সাধারণ মানুষের পাশাপাশি বলিউড তারকারাও গণেশের আরাধনা করছেন
1/11
আজ গণেশ চতুর্থী। মহারাষ্ট্র সহ দেশের বিভিন্ন প্রান্তে চলছে গণেশের আরাধনা।
2/11
মহারাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় উৎসব গণেশ চতুর্থী। করোনা আবহে গত বছরের মতোই এবারও এই উৎসবের জৌলুস কিছুটা ফিকে হয়ে গেলেও, গণেশের আরাধনায় খামতি নেই।
3/11
সাধারণ মানুষের পাশাপাশি বলিউড তারকারাও গণেশের আরাধনা করছেন।
4/11
গত বছর করোনার প্রথম ঢেউ আছড়ে পড়ার পর যখন লকডাউন জারি হয়, তখন পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ান অভিনেতা সোনু সুদ।
5/11
মানুষের পাশে থাকার মাধ্যমে বাস্তবে নায়ক হয়ে ওঠেন পর্দার খলনায়ক সোনু।
6/11
আজ বাড়িতে স্ত্রীর সঙ্গে গণেশ বন্দনা করেন সোনু।
7/11
পুজোর পর বাড়ির বাইরে প্রসাদ বিলিও করেন সোনু।
8/11
সোনু বারবার নিজেকে আলাদা হিসেবে তুলে ধরছেন। তিনি জনপ্রিয় অভিনেতা হলেও, মাটির কাছাকাছি থাকতেই পছন্দ করেন।
9/11
করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা প্রকাশ করে উৎসবের মরসুমে সবাইকে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মহারাষ্ট্রে গণেশ চতুর্থীতে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
10/11
সোনুও করোনা আবহে সতর্ক আছেন। তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
11/11
সাধারণ মানুষের প্রয়োজনে সবসময় সবার পাশে আছেন সোনু।
Published at : 10 Sep 2021 05:23 PM (IST)