Gargi Upcoming Film: 'গৌতমদা বলেন, আমি নটি'
সদ্য শ্যুটিং সেরে পুরুলিয়া থেকে ফিরেছেন কলকাতায়। এখনও ঘোর কাটেনি লাল মাটির দেশের দৃশ্যপটের। গৌতম ঘোষের সঙ্গে কাজ করা স্বপ্ন ছিল তাঁর। সেই স্বপ্ন পূরণ হওয়াতে এখন ‘ভীষণ ভীষণ খুশি’ গার্গী রায়চৌধুরী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগৌতম ঘোষের স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘সময়ের স্মৃতিমালা’-র মুখ্য চরিত্রে অভিনয় করছেন গার্গী। পর্দায় তাঁর চরিত্রের নাম সুমিতা। একজন স্কুল শিক্ষিকার ভূমিকায় দেখা যাবে তাঁকে।
লকডাউনে বদলে যাওয়া জীবন, পরিস্থিতিকেই তুলে ধরা হবে ২৫ মিনিটের এই ছবিতে। গার্গী বলছেন, ‘আমার চরিত্রটা খুব সাধারণ। সবাই খুব মিল খুঁজে পাবে। সুমিতা একজন শিক্ষিকা। নিউ নর্মালে সেও অনলাইন ক্লাসের সঙ্গে অভ্যস্ত হচ্ছে। ছবির অনেকটা অংশের শ্যুটিং পুরুলিয়ায়। লাল মাটির দেশে গিয়ে সেও যেন প্রাণ খুলে বাঁচতে চাইছে।’
গৌতম ঘোষের সঙ্গে এই প্রথম কাজ করেছেন গার্গী রায়চৌধুরি। কাজটা তাই তাঁর কাছে খুব স্পেশাল। গার্গী বলছেন, ‘গৌতমদার সঙ্গে কাজ করা আমার স্বপ্ন ছিল। ভীষণ ভীষণ খুশি আমি। গৌতমদা এত সুন্দর করে চরিত্রগুলো বুঝিয়ে দেন, অনায়াসেই সেগুলোকে আত্মস্থ করে ফেলা যায়। আলাদা করে অভিনয় করতে হয় না। আমার তো মনে হত আমিই সুমিতা।’
এই প্রথমবার পুরুলিয়া গেলেন গার্গী। অভিনেত্রী বলছেন, ‘ওখানে এখন ৩৮ ডিগ্রি টেম্পারেচার। কিন্তু কাজের উদ্দিপনায় সব কষ্ট ফিকে হয়ে যেত। এই কাজের সুযোগটাও আসে হঠাৎ করেই। গৌতমদা হঠাৎ একদিন ফোন করে আমায় বললেন, ‘চল গার্গী নতুন কিছু একটা কাজ করা যাক।’ আপাতত ছোট ছবি, পরে আরও বড় কাজ করার পরিকল্পনা রয়েছে।’
আগামী ৭ তারিখ থেকে ফের শ্যুটিং শুরু হবে সময়ের স্মৃতিমালা-র। বাকি অংশের শ্যুটিং হবে কলকাতায়। গার্গী বলছেন, ‘এই কাজটা করতে গিয়ে অনেক কিছু শিখলাম। আমার কাছে যেন হাজারদুয়ারির দরজা খুলে গেল।’
গৌতম ঘোষের সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতাকে চিরকাল মনে রাখতে চান গার্গী। বলছেন, ‘গৌতমদা আমাকে নটি বলেন। বলেন, আমি নাচ করতে পারি, অভিনয় করতে পারি, গানও পারি। এই ছবিতে আমার গাওয়া ২ টি রবীন্দ্রসঙ্গীত রয়েছে। সেটা ঠিক গান নয়, অভিনয়। এটাই আমার প্রথম প্লেব্যাক। সেটাও গৌতমদার হাত ধরেই হল।’
image মহাশ্বেতা দেবীর জীবন অবলম্বনে তৈরি ছবি ‘মহানন্দা’-য় মূখ্য চরিত্রে অভিনয় করছেন গার্গী। বললেন, ‘আমি চিরকাল মহাশ্বেতা দেবীর ভক্ত। তাঁর জীবন নিয়ে তৈরি ছবিতে আমি মুখ্য ভূমিকায় রয়েছি এর থেকে ভালো আমার জন্য আর কিছু হতেই পারে না।’9
পুরুলিয়ার দৃশ্যপটের সৌন্দর্য্য মুগ্ধ করেছে ছবির গোটা টিমকে। ছবিটি আপাতত ইউটিউবে মুক্তি পাবে। গার্গী বলছেন, ‘অনেকেই আফশোস করেছেন, এত অপূর্ব দৃশ্য কেবল ছোটপর্দায় দেখা যাবে বলে। গৌতমদা আমাদের তখন আশ্বাস দিয়েছেন। ভবিষ্যতে আরও বড় কাজ করার কথাও বলেছেন। ’
সুমিতা সময়ের রূপক। তাঁর চোখেই নিউ নর্মালে সাধারণ মানুষের জীবনের গল্পের ছবি আঁকবেন গৌতম ঘোষ। নতুন ছবি নিয়ে উচ্ছসিত গার্গী। কথায় কথায় বলে উঠছেন, ‘আমি ভীষণ খুশি আছি, ভালো আছি।’
- - - - - - - - - Advertisement - - - - - - - - -