Gauhar Khan Birthday: প্রাক্তন 'বিগ বস' চ্যাম্পিয়ন গওহর খান সম্পর্কে এগুলো জানা আছে?
প্রাক্তন বিগ বস চ্যাম্পিয়ন গওহর খান সম্পর্কে এগুলো জানা আছে?
গওহর খান
1/10
আজ জন্মদিন বলিউড অভিনেত্রী গওহর খানের। জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
2/10
ছোট পর্দা ও বড় পর্দার অত্যন্ত পরিচিত মুখ গওহর খান। মডেল হিসেবে কেরিয়ার শুরু করেন তিনি।
3/10
বলিউডে অভিনেত্রী হিসেবে হওয়ার খান কেরিয়ার শুরু করেন 'যশরাজ ফিল্মস'-এর ছবি দিয়ে। তাঁকে দেখা যায় 'রকেট সিং' ছবিতে।
4/10
বেশ কিছু সৌন্দর্য প্রতিযোগিতায় যোগ দিয়েছেন গওহর খান। তার মধ্যে বেশ কিছু প্রতিযোগিতায় জেতেনও তিনি।
5/10
গওহর খান আগেও জনপ্রিয় ছিলেন। কিন্তু তাঁর জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয় টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'।
6/10
'বিগ বস সিজন ৭'-এ প্রতিযোগী হিসেবে দেখা যায় গওহর খানকে। সেই সিজন তিনিই জেতেন।
7/10
'বিগ বস'-এর ঘরে থাকাকালীন আর এক প্রতিযোগী কুশল ট্যান্ডনের সঙ্গে সম্পর্কে জড়ান গওহর। 'বিগ বস'-এর ঘর থেকে বেরিয়ে একটি মিউজিক ভিডিওতেও তাঁরা একসঙ্গে কাজ করেন।
8/10
কুশল ট্যান্ডনের সঙ্গে সম্পর্ক ভেঙে যায় গওহর খানের। কিছুদিন আগেই তিনি ইসমাইল দরবারের পুত্র জাইদ দরবারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
9/10
জানা যায়, ফিটনেসের দিকে নজর দিলেও খেতে খুবই ভালোবাসেন গওহর। চিকেন বিরিয়ানি থেকে চকোলেট, তাঁর অত্যন্ত পছন্দের।
10/10
বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে গওহর খান জানিয়েছেন যে, তিনি হৃত্বিক রোশন, শাহরুখ খান, সলমন খান, অমিতাভ বচ্চন, সুস্মিতা সেনের সঙ্গে কাজ করতে চান। গওহর খানকে জন্মদিনের শুভেচ্ছা।
Published at : 23 Aug 2022 03:28 PM (IST)