Gauhar Khan Birthday: প্রাক্তন 'বিগ বস' চ্যাম্পিয়ন গওহর খান সম্পর্কে এগুলো জানা আছে?
আজ জন্মদিন বলিউড অভিনেত্রী গওহর খানের। জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছোট পর্দা ও বড় পর্দার অত্যন্ত পরিচিত মুখ গওহর খান। মডেল হিসেবে কেরিয়ার শুরু করেন তিনি।
বলিউডে অভিনেত্রী হিসেবে হওয়ার খান কেরিয়ার শুরু করেন 'যশরাজ ফিল্মস'-এর ছবি দিয়ে। তাঁকে দেখা যায় 'রকেট সিং' ছবিতে।
বেশ কিছু সৌন্দর্য প্রতিযোগিতায় যোগ দিয়েছেন গওহর খান। তার মধ্যে বেশ কিছু প্রতিযোগিতায় জেতেনও তিনি।
গওহর খান আগেও জনপ্রিয় ছিলেন। কিন্তু তাঁর জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয় টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'।
'বিগ বস সিজন ৭'-এ প্রতিযোগী হিসেবে দেখা যায় গওহর খানকে। সেই সিজন তিনিই জেতেন।
'বিগ বস'-এর ঘরে থাকাকালীন আর এক প্রতিযোগী কুশল ট্যান্ডনের সঙ্গে সম্পর্কে জড়ান গওহর। 'বিগ বস'-এর ঘর থেকে বেরিয়ে একটি মিউজিক ভিডিওতেও তাঁরা একসঙ্গে কাজ করেন।
কুশল ট্যান্ডনের সঙ্গে সম্পর্ক ভেঙে যায় গওহর খানের। কিছুদিন আগেই তিনি ইসমাইল দরবারের পুত্র জাইদ দরবারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
জানা যায়, ফিটনেসের দিকে নজর দিলেও খেতে খুবই ভালোবাসেন গওহর। চিকেন বিরিয়ানি থেকে চকোলেট, তাঁর অত্যন্ত পছন্দের।
বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে গওহর খান জানিয়েছেন যে, তিনি হৃত্বিক রোশন, শাহরুখ খান, সলমন খান, অমিতাভ বচ্চন, সুস্মিতা সেনের সঙ্গে কাজ করতে চান। গওহর খানকে জন্মদিনের শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -