Gaurav Chakrabarty Birthday: অভিনেতা গৌরব চক্রবর্তীর অজানা দিকগুলো জেনে নিন
গৌরব চক্রবর্তী
1/10
আজ জন্মদিন বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা গৌরব চক্রবর্তীর। অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর সুযোগ্য পুত্র তিনি। আজ তাঁর জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
2/10
ছোট পর্দা দিয়ে অভিনয় কেরিয়ার শুরু হয় গৌরব চক্রবর্তীর। পরবর্তীকালে বড় পর্দায় আত্মপ্রকাশ হয়। কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'রং মিলন্তি' ছবি দিয়ে বড় পর্দায় ডেবিউ হয় তাঁর। বিপরীতে ছিলেন রিধিমা ঘোষ ( বর্তমানে তাঁর স্ত্রী)
3/10
শোনা যায়, স্বাস্থ্য সম্পর্কে মারাত্মক সচেতন অভিনেতা গৌরব চক্রবর্তী। ফিট থাকতে পছন্দ করেন। ডায়েট মেনে খাবার খাওয়া থেকে শরীরচর্চা, কোনওটাতেই কোনও খামতি রাখেন না অভিনেতা।
4/10
ফিটনেস সচেতন হলেও গৌরব চক্রবর্তী খাদ্যরসিকও বটে। তাঁর বিভিন্ন সাক্ষাৎকার থেকে জানা যায়, মাঝরাতে খিদে পেলে চকোলেট আইসক্রিম খেতে ভালোবাসেন তিনি। তবে, শুধু মাঝরাতেই নয়, যেকোনও সময়ই চকোলেট ফ্লেভারের আইসক্রিম অভিনেতার অত্যন্ত পছন্দের।
5/10
অভিনেতা গৌরব চক্রবর্তীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলেই বোঝা যায়, বাবার মতো তিনিও ছবি তুলতে খুবই পছন্দ করেন। বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে ক্যামেরার পিছনে চোখ রেখে দুর্দান্ত ফ্রেমে ছবি তোলা তাঁর পছন্দের।
6/10
বেড়াতে যেতে দারুণ ভালোবাসেন অভিনেতা গৌরব চক্রবর্তী। কাজের ফাঁকে সময় পেলেই বেড়াতে বেরিয়ে পড়েন। কিছুদিন আগেই তিনি তাঁর স্ত্রীকে উদ্দেশ্য করে একটি পোস্ট করেছেন। যেখানে বেড়াতে যাওয়ার ছবি দিয়েছেন। আর রিধিমাকে বলেছেন, 'চলো বেড়িয়ে পড়ি'।
7/10
পশুপ্রেমী গৌরব চক্রবর্তী। তিনি এবং তাঁর স্ত্রী রিধিমা দুজনেই সারমেয়প্রেমী। এছাড়াও নানা পশুপাখীর সঙ্গে তাঁর মিষ্টি সম্পর্কের ছবি দেখা যায়।
8/10
কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাস কমিউনিকেশন ও ভিডিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন। পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে ভিডিও এডিটিং নিয়ে পোস্ট গ্র্যাডুয়েশন করেছেন অভিনেতা গৌরব চক্রবর্তী।
9/10
'দ্বিতীয় পুরুষ', 'ডবল ফেলুদা', 'চলো পটল তুলি' এবং আরও অনেক ছবিতে অভিনয় করে দর্শকের প্রশংসা অর্জন করেছেন। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে 'আবার কাঞ্চনজঙ্ঘা' ও আরও বেশ কিছু ছবিতে।
10/10
অভিনেতা গৌরব চক্রবর্তীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।
Published at : 06 Mar 2022 07:09 PM (IST)