Gaurav-Riddhima: তাইল্যান্ডে একরত্তিকে নিয়ে গৌরব-ঋদ্ধিমার জলকেলি, তারকাদম্পতির ছুটি কাটানোর অ্যালবাম
গরমের মরসুম। রবিবার বৃষ্টি হয়ে কলকাতা সামান্য ঠাণ্ডা হলেও, অস্বস্তি খুব একটা কমেনি। তবে ঋদ্ধিমা ঘোষ আর গৌরব চক্রবর্তী রয়েছেন এখন কলকাতা থেকে অনেক দূরে। সঙ্গে তাঁদের খুদে ছেলে, ধীর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিদেশে ঘুরতে গিয়েছেন গৌরব ও ঋদ্ধিমা। তাইল্যান্ড থেকে শেয়ার করে নিচ্ছেন ছুটি কাটানোর ছবি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেগুলি।
সদ্য প্রকাশ্যে এসেছে একটি প্রোমো। সেটি একটি 'কুকিং শো'-এর। তাঁদের অনস্ক্রিন থেকে অফস্ক্রিন কেমিষ্ট্রি দুইই বেশ নজরকাড়া। আর সেই কেমিষ্ট্রিই এবার দেখা যাবে তেল-ঝাল মশলায়।
জি বাংলায় 'রন্ধনে বন্ধন' নামে একটি রান্নার শো নিয়ে আসছেন। সোশ্যাল মিডিয়ায় এই প্রোমো প্রকাশ্যে আসতেই তা বেশ পছন্দ হয়েছে অনুরাগীদের। তবে এ তো কাজের অংশ.. ব্যক্তিগত জীবনেও একে অপরের সঙ্গে খুশি ঋদ্ধিমা-গৌরব। তা যেন প্রকাশ পায় তাঁদের প্রত্যেকটা কাজেই।
দুজনেই ভীষণ ঘুরতে ভালবাসেন, একটু ছুটি পেলেই বেরিয়ে পড়েন। জীবনে ছোট্ট ছেলে ধীর আসার পরেও সেই রুটিনে কিন্তু ছেদ পড়েনি। কয়েকমাস আগেই ধীরকে নিয়ে দার্জিলিং গিয়েছিলেন ঋদ্ধিমা ও গৌরব।
এই জায়গা নিয়ে গৌরব ও ঋদ্ধিমা দুজনেরই একটা আবেগ ছিল। কেন? কারণ কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে ঋদ্ধিমাকে প্রেম নিবেদন করেছিলেন গৌরব। আর ছেলে ধীরকে নিয়ে তাঁরা ফিরে গিয়েছিলেন সেখানেই
পাহাড়ের পরে সমুদ্র, আপাতত কাজের ব্যস্ততা সামলে, তাইল্যান্ডের বালুকাবেলায় গৌরব-ঋদ্ধিমা। সোশ্যাল মিডিয়ায় ছোট্ট ধীরকে কোলে নিয়ে ছবি শেয়ার করে নিয়েছেন তাঁরা। লিখেছেন, 'ছোট্ট ছোট্ট পা, সমুদ্রতটের বালি আর অনেক গল্প। ধীরের প্রথম সমুদ্রে ভ্রমণ। এখানে স্মৃতি তৈরি হয় একটু আদর, ভালবাসা আর পরিবারকে নিয়ে।'
সদ্য ঋদ্ধিমা আরও কিছু ছবি শেয়ার করে নিয়েছেন। তাঁর একার কিছু ছবিও রয়েছে সেখানে। নীল জলের ধারে বসে স্নানপোশাকে ছুটি কাটাচ্ছেন ঋদ্ধিমা।
সদ্য এই তারকাদম্পতি শেয়ার করে নিয়েছেন, ধীরকে নিয়ে প্রথম জলে নামার ছবি। ধীরও আনন্দে, দিব্যি মা-বাবার কোলে চড়ে, তাইল্যান্ডের মনোরম পরিবেশে আনন্দেই রয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ধীর, ঋদ্ধিমা ও গৌরবের এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় প্রশংসা পেয়েছে। সবাই ভালবাসেন মিষ্টি এই দম্পতির মিষ্টি রসায়নের ছবি দেখতে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -