Bengali Micro Series Mao: আসছে হুলো আর মেনির প্রেমকাহিনি 'ম্য়াঁও', অভিনয়ে মৈনাক-অনিন্দিতা
এই প্রথবার বাংলায় আসতে চলেছে 'মাইক্রো সিরিজ' 'ম্য়াঁও'। যার মুখ্য় চরিত্রে অভিনয় করেছেন মৈনাক বন্দ্য়োপাধ্য়ায় ও অনিন্দিতা ভদ্র। এই 'মাইক্রো সিরিজ'টির পরিচালনা করেছেন পরিচালক শৌভিক মিত্র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমহাশ্বেতা ওরফে মোমো আর সত্য়জিত ওরফে টিনটিন। ইয়াং, হ্য়াপেনিং ম্য়ারেড কাপল।
স্বভাবে দুজনে একেবারে বিপরীতপন্থী। মোমো হচ্ছে ডাকাবুকো, জাঁদরেল হুলোর মতন। আর টিনটিন একটু কেয়ারিং, নরম স্বভাবের মেনির মতন।
তাদের ভালবাসা এতটাই গাঢ় যে, টিনটিনের চাকরি ছেড়ে ফিল্মমেকার হতে চাওয়ার স্বপ্নকে সার্পোট করা, নিজের চাকরি সামলে টিনটিনের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া, এসবে দ্বিধা করে না মোমো।
নিজেদের পুরোনো প্রেমকে ঝালিয়ে নিতে তারা অ্য়ানিভার্সারি ট্রিপ প্ল্য়ান করে, তবে সেখানে গিয়ে কী হয়, সেটা জানার জন্য় দেখতে হবে 'ম্য়াঁও'।
'ম্য়াঁও'-তে একটি বিশেষ চরিত্রে দেখা মিলবে অভিনেতা আবির বন্দ্য়োপাধ্য়ায়ের।
বাংলা এই 'মাইক্রো সিরিজ'টির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন স্বাগত বন্দ্য়োপাধ্য়ায়। এটিতে গান গেয়েছেন সোমেশ্বর চন্দ্র।
'ম্য়াঁও' দর্শকের কতটা ভালোলাগবে এখন অপেক্ষা সেটাই দেখার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -