Vidya Balan Pics: প্রথম বিজ্ঞাপনে অভিনয় করে পেয়েছিলেন মাত্র ৫০০ টাকা, কীভাবে উত্থান বিদ্যার ?
বলিউডে মহিলা প্রধান চরিত্রে অভিনয়ের জন্য পরিচালকদের অন্যতম পছন্দ বিদ্যা বালান। শীঘ্রই 'শেরনী' ছবিতে দেখা যাবে তাঁকে। চলতি মাসেই ১৮ তারিখে আমাজন প্রাইমে মুক্তি পাবে ছবিটি। যেখানে তাঁকে এক বন আধিকারিকের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। এই ছবি নিয়ে খুবই উৎসাহিত বিদ্যা। সম্প্রতি ছবির প্রোমোশনের দরুণ নিজের কেরিয়ারের কথা তুলে ধরেন অভিনেত্রী। কীভাবে একটি সরকারি অ্যাড ক্যাম্পেন থেকে শুরু করে বলিউডের সফল অভিনেত্রী হয়ে উঠলেন বিদ্যা ? জেনে নিন...
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি একটি সাক্ষাৎকারে বিদ্যা জানিয়েছেন, কয়েক বছর আগে রাজ্য পর্যটন বিভাগের হয়ে একটি ক্যাম্পেন করেছিলেন তিনি। যে জন্য তিনি মাত্র ৫০০ টাকা পেয়েছিলেন।
image 3এই বিজ্ঞাপনে বিদ্যার সঙ্গে চারজন ছিলেন। তাঁর মধ্যে রয়েছেন বিদ্যার বোন আর তাঁর এক বন্ধু। এর পাশাপাশি 'ডার্টি পিকচার' খ্যাত অভিনেত্রী জানিয়েছেন, তাঁর করা প্রথম শো মুক্তিই পায়নি।
প্রথম অডিশন দেওয়ার সময় মা আর বোনকে নিয়ে গিয়েছিলেন বিদ্যা। সেই শোয়ের নাম ছিল- 'লা বেলা'। কিন্তু, সেটিও কোনও কারণে সম্প্রচারিত হয়নি।
১৯৯৫ সালে একতা কাপুরের হিট কমেডি শো 'হাম পাঁচ'-এ অভিনয়ের মাধ্যমে সামনে আসা বিদ্যার।
শেরনী ছবিতে বিদ্যা বালানের সাথে দেখা যাবে বিজয় রাজ, নীরজ কাবিকে। ছবির পরিচালক অমিত বি মাসুরকর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -