Tourism in Covid19: খুলল তাজমহল, লালকেল্লা, স্মৃতিসৌধে ভিড় পর্যটকদের
করোনাকালে প্রায় দুমাস বন্ধ থাকার পর গতকাল, বুধবার থেকে খুলে গেল কেন্দ্রীয় সরকারের আওতাধীন স্মৃতিসৌধ এবং যাদুঘর। আর এরপরই সংশ্লিষ্ট অঞ্চলে ভিড় জমিয়েছেন পর্যটকরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনা সংক্রান্ত বিধিনিষেধে ছাড় দেওয়ার পর পর্যটকরা বেড়াতে যান আগ্রার তাজমহলে। সেখানে এক ব্যক্তিকে সপরিবারে ছবি তুলতে দেখা গেল।
নির্দিষ্ট সময়ে ৬৫০-র বেশি পর্যটক ঢুকতে পারবেন না বলে নির্দেশিকা জারি করা হয়েছে। শারীরিক দূরত্ব বজায় রাখার দিকে জোর দেওয়া হয়েছে। আর এদিন তাজমহলে ক্যামারার সামনে পোজ দিতে দেখা গেল এক বিদেশী পর্যটককেও।
অন্যান্য স্মৃতিসৌধের মতো গতকাল, বুধবার থেকে খুলে গিয়েছে দিল্লির লালকেল্লাও।
জয়পুরের হাওয়া মহলে পর্যটকদেক সেলফি তুলতে দেখা গেল।
আজমীঢ়ে হাতিতে সওয়ার করছেন পর্যটকরা। তবে ভেতরের কোনও জিনিসে পর্যটকরা হাত দিতে পারবেন না বলে জানানো হয়েছে।
কেন্দ্র জানিয়েছে, প্রতিটি স্মৃতিসৌধ, যাদুঘরে শারীরিক দূরত্ব মানতে হবে। সংশ্লিষ্ট জায়গায় স্যানিটাইজেশনের ব্যবস্থা করতে হবে। প্রতিটি জায়গায় ঢোকার আগে দেহের তাপমাত্রা পরীক্ষা করা বাধ্যতামূলক।
করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই এপ্রিল মাস থেকে একাধিক স্মৃতিসৌধ, যাদুঘর বন্ধ করে দেওয়া হয়। এই তালিকায় ছিল তাজমহল, লালকেল্লা, অজন্তা। সব ছবি সৌজন্যে- পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -