Gourab - Devlina: আর ১০ দিন পরেই প্রথম বিবাহবার্ষিকী, তার আগে কেমন কাটল গৌরব-দেবলীনার লন্ডন সফর?
আর ঠিক ১০ দিন পরেই বিয়ের এক বছর পূর্ণ করবেন দেবলীনা গৌরব । গত বছর ৯ ডিসেম্বর চারহাত এক হয়েছিল উত্তমকুমারের পৌত্র গৌরব ও রাজনীতিক দেবাশিস কুমারের কন্যার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতারপর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে রূপকথার জাল বুনেছেন তারকা দম্পতি। একসঙ্গে ফিটনেস গোল অ্যাচিভ করা থেকে সাইকেল-সফর , তারকা দম্পতির প্রেমের উত্তাপ টের পেয়েছেন প্রত্যেকেই।
বিয়ের এক বছর পূর্তিটাও তাই তেমনই মিষ্টি করে তুলতে চান তাঁরা। বিবাহবার্ষিকীর পূর্বে দুজনে সেরে এলেন বিদেশ সফর।
যদিও কাজের সূত্রেই লন্ডনে গিয়েছিলেন গৌরব। অরিত্র সেনের ‘গানের ভিতর দিয়ে’ ছবির শ্যুট করতে গেলেও ছিলেন দেবলীনা।
বিদেশ সফর ও কাজ চলেছে একই সঙ্গে। সম্প্রতি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে দেবলীনা মনে করিয়ে দিয়েছেন, আর কদিন পরেই তাঁদের সাতপাকের এক বছর। তাই এটা প্রি অ্যানিভার্সারি ট্রিপ বলাই যায়।
নানারকম পোশাকে ক্যামেরার লেন্সে ধরা পড়েছেন দেবলীনা। ইনস্টাগ্রামের দেওয়াল জুড়ে সেই ভ্রমণেরই ছবি।
গত ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন তাঁরা । বিয়ের রাতে দেবলীনা পরেন কাতান বেনারসী। সাজেন এক্কেবারে ট্র্যাডিশনাল বাঙালি সাজে।
গৌরব দেবলীনার বিয়েতে পোশাক ডিজাইনার ছিলেন অভিষেক রায়। গৌরব পরেন সাদা ও সোনালি কম্বিনেশনে ধুতি-পঞ্জাবি।
দেবলীনা ও গৌরবের বিয়ে এক কথায় উৎসব। নানা সাজে তাঁরা ধরা দেন বিয়ে থেকে রিসেপশনে।
কোথায় উদযাপন করবেন তাঁরা দাম্পত্যের প্রথম বছর? সবাই এখন তাকিয়ে সেই দিকেই। ছবি সৌজন্য : devlinakumar ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট
- - - - - - - - - Advertisement - - - - - - - - -