'Mayaa' Premier: প্রেক্ষাগৃহে হাজির 'মায়া', প্রিমিয়ারে কেক কেটে সেলিব্রেট করল গোটা টিম
শুক্রবার শহরের এক মাল্টিপ্লেক্সে হাজির হলেন ছবির সকল কলাকুশলী। কেক কেটে উদযাপিত হল ছবির প্রিমিয়ারের দিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবির গল্প আবর্তিত হয়েছে লোভ, উচ্চাকাঙ্ক্ষা, পাপ এবং দুর্নীতিকে ঘিরে। অভিনয়ে দেখা গেছে একগুচ্ছ তারকাকে। ইতিমধ্যেই দর্শকদের দ্বারা প্রশংসিতও হচ্ছে এই ছবি।
অভিনেতা, পরিচালকের সঙ্গে এদিন ক্যামেরাবন্দি হলেন মদন মিত্র, দেবাশিস কুমারের মতো রাজনীতিকরাও।
ছবিটি কীভাবে উচ্চাকাঙ্ক্ষা, লোভ, হৃদয়হীনতা এবং নিরঙ্কুশ ক্ষমতার অন্বেষণের মাধ্যমে প্রতিটি চরিত্রকে পরিচালিত করে সেই বার্তা বহন করে।
ডিএসআর এন্টারটেইনমেন্ট হাউজ উপস্থাপিত এবং দেবদাস বন্দ্যোপাধ্যায় ও রোহিত বন্দ্যোপাধ্যায় প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন ১৯ জন।
এই ছবির কলাকুশলীরা হলেন রাফিয়াথ রশিদ মিথিলা, তনুশ্রী চক্রবর্তী, রিচা শর্মা, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, রণিতা দাশ, রতশ্রী দত্ত, দেবলীনা কুমারের মতো শিল্পীরা।
এছাড়াও রয়েছেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তনী গুহঠাকুরতা, কমলেশ্বর মুখোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, গৌরব চট্টোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, ইশান মজুমদার, রোহিত বন্দ্যোপাধ্যায়, অসীম রায় চৌধুরী ও কান সিং সোধা।
রাজর্ষি দে পরিচালিত 'আবার কাঞ্চনজঙ্ঘা'র বিশাল সাফল্যের পর এটি তাঁর পরবর্তী ছবি, যা মূলত নারীর ক্ষমতায়নের দৃষ্টিভঙ্গি নিয়ে নির্মিত।
পরিচালক বলেন, 'এটি এখনও পর্যন্ত আমার সবচেয়ে চ্যালেঞ্জিং চলচ্চিত্র ছিল। কিন্তু আমি নিজেকে যথেষ্ট ভাগ্যবান মনে করি যে আমি আমাদের ইন্ডাস্ট্রির সেরা অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -