সুশান্তর মৃত্যুর পর প্রথমবার তাঁর বান্দ্রার বাড়িতে প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে
বেশ কিছুদিন ধরে সুশান্তর সঙ্গে সম্পর্ক ছিল অঙ্কিতার। ২০১৬ সালে তাঁদের বিচ্ছেদ হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসুশান্তর মৃত্যুর তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
গতকাল মুম্বইয়ে সুশান্তর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পটনা থেকে মুম্বইয়ে আসেন সুশান্তর বাবা, দিদি। শ্মশানে যান সুশান্তর কয়েকজন সহ-অভিনেতা-অভিনেত্রী। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী।
আজও সুশান্তর বাড়ির বাইরে অঙ্কিতাকে স্পষ্টতই শোকাহত মনে হয়। ছবি সৌজন্যে ট্যুইটার।
অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আকস্মিক মৃত্যুর পর প্রথমবার তাঁর বান্দ্রার বাড়িতে গেলেন প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে। সুশান্তের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন অঙ্কিতা।
‘পবিত্র রিস্তা’-য় অঙ্কিতার সহ-অভিনেত্রী সুশান্তর মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই অনবরত কেঁদে চলেছেন প্রাক্তন বান্ধবী। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী।
সুশান্তর মৃত্যুতে শোকাহত অঙ্কিতাকে সান্ত্বনা দেন প্রযোজক সন্দীপ সিংহ ও তাঁর মা। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -