বিশ্ব মঞ্চে সেরার শিরোপা, অস্কার জয়ের পর দেশে ফিরলেন গুণীত মোঙ্গা
অস্কারের মঞ্চে গৌরবের পালক জুড়েছে ভারতের মুকুটে। সেরা ডক্যুমেন্টরি শর্ট ফিল্ম বিভাগে সেরার শিরোপা জিতে নিয়েছে 'দ্য এলিফ্যান্ট হুইস্পার্স'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ডক্যুমেন্টরি শর্ট ফিল্মটি পরিচালনা করেছেন কার্তিকী গঞ্জালভেস এবং প্রযোজনা করেছেন গুনীত মোঙ্গা। অস্কারজয়ী গুনীত মোঙ্গা এবং কার্তিকী গঞ্জালভেসও আজই লস অ্যাঞ্জেলেস থেকে মুম্বই পৌঁছলেন।
এদিন গুনীত মোঙ্গা বিমানবন্দরে পৌঁছনোর পর উচ্ছ্বাসে ফেটে পড়েন অনুরাগীরা। উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানানো হয় তাঁকে।
দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স- নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এই ডক্যুমেন্টরি শর্টফিল্মটিতে একটি হাতির শাবকের কাহিনি দেখানো হয়েছে।
তামিলনাড়ুর মুদুমালাই জাতীয় অভয়ারণ্যে একটি অনাথ হস্তি শাবক রঘুর সঙ্গে এক দরিদ্র দম্পতির সম্পর্কের ছবি এই সিনেমার সম্পদ। বোমান আর বেলি, স্বামী স্ত্রী মিলে সেই হস্তিশাবকটিকে সন্তানের মত ভালবাসেন।
বোমান আর বেলির ভাষা যেন বুঝতে পারে রঘুও। প্রাণীজগতের সঙ্গে মানুষের ভালবাসার এক অমূল্য দলিল দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স। পরিচালক কার্তিকী গঞ্জালভেয়ের এটিই প্রথম সিনেমা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -