Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Debina Bonnerjee on Plasma Donation: 'কার্ড থাকলেও সাহায্য করতে পারছি না', প্লাজমা ডোনেট করার আর্জি গুরমিত-দেবিনার
প্লাজমা কার্ড নিয়েও ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি অভিনেতা গুরমিত চৌধুরী ও অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। গতবছর করোনা আক্রান্ত হয়েছিলেন তাঁরা। সেরে উঠে করেছিলেন প্লাজমা দানও করেছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে হাসপাতালে অনুরাগীদের কাছে ফের প্লাজমা ডোনেশনের আর্জি জানালেন তাঁরা। পোস্ট করলেন পুরনো প্লাজমা দানের ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনার প্রথম ঢেউতেই আক্রান্ত হয়েছিলেন গুরমিত ও দেবিনা। অভিনেত্রী বলছেন, 'আমরা চাইলে কোনও বেসরকারি হাসপাতালে গিয়ে প্লাজমা ডোনেট করতে পারতাম। কিন্তু আমরা সরকারি হাসপাতাল নায়ার-এ প্লাজমা ডোনেট করি। কারণ আমরা চেয়েছিলাম আমাদের প্লাজমা এমন কেউ পাক যার সত্যিই প্রয়োজন।'
দেবিনা আরও বলেন, 'যাঁরা করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ও যাঁদের শরীরে অন্যান্য কোনও জটিলতা নেই তাঁরা প্লাজমা ডোনেট করতে পারেন। তবে অতিরিক্ত বয়স হয়ে গেলে বা যাদের সন্তান হয়ে গিয়েছে, তাঁরা প্লাজমা ডোনেট করতে পারবেন না।'
বার বার অভিনেত্রী বলতে থাকেন, 'আমাদের কাছে কার্ড থাকা সত্ত্বেও আমরা কাউকে সাহায্য করতে পারছি না। ভীষণ বিব্রত লাগছে। কেউ কেউ ভয় পাচ্ছেন যে প্লাজমা দিতে গেলে ফের কোভিড হতে পারে। কিন্তু তেমন কোনও সম্ভবনা নেই।'
করোনার দ্বিতীয় ঢেউতে যখন রোজ বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা, তখন মানবিক হওয়ার আর্জি জানাচ্ছেন গুরমিত দেবিনা। প্লাজমা কেনার সামর্থ্য নেই অনেকেরই। সেজন্য সরকারি হাসপাতালে প্লাজমা দানের কথা বলেছেন দেবিনা।
সোশ্যাল মিডিয়ায় তিনি এই ছবিটি পোস্ট করে আর্জি জানান প্লাজমা ডোনেট করার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -