Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Coronavirus Cases India: সিঙ্গাপুর থেকে ৪ কন্টেনার তরল অক্সিজেন নিয়ে পানাগড়ে আসছে সি-১৭
লাফিয়ে বাড়ছে করোনা, দেশজুড়ে তীব্র সঙ্কট অক্সিজেনের। চাহিদা মেটাতে এবার আকাশপথে অক্সিজেন আসছে সিঙ্গাপুর থেকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগাজিয়াবাদের হিন্দন এয়ারবেস থেকে বায়ুসেনার বিমান ভোররাত ২টো নাগাদ সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়।
সকাল পৌনে ৮টা নাগাদ তা সিঙ্গাপুরে পৌঁছায়। এরপর সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর থেকে অক্সিজেন ভর্তি ৪টি কন্টেনার নিয়ে বায়ুসেনার বিমান আজ সন্ধ্যায় পানাগড়ের উদ্দেশে রওনা দেবে।
এদিকে, বায়ুসেনার দ্বিতীয় সি-১৭ পণ্যবাহী বিমান হিন্দন থেকে সকাল ৮টায় রওনা দেয় পুণের উদ্দেশে। ১০টা পৌঁছয় জামনগরে। পুণে থেকে অক্সিজেনের দুটি ফাঁকা কন্টেনার বিমানে করে পৌঁছে দেওয়া হয় জামনগরে।
অন্যদিকে, বায়ুসেনার তৃতীয় সি-১৭ বিমান দুটি ফাঁকা অক্সিজেন কন্টেনার নিয়ে জোধপুর থেকে পৌঁছবে জামনগরে।
প্রসঙ্গত, জামনগর থেকে এই কন্টেনারগুলিতে তরল অক্সিজেন ভরে ফের নির্দিষ্ট গন্তব্যে ফেরত নিয়ে যাবে বায়ুসেনার বিমান।
অক্সিজেনের উৎপাদন বাড়াতে আমদানি শুল্ক-স্বাস্থ্য সেস কমাচ্ছে কেন্দ্র। আগামী ৩ মাসের জন্য অক্সিজনে আমদানি শুল্ক-স্বাস্থ্য সেস কমাচ্ছে কেন্দ্র।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -