Haami 2: মধ্যবিত্ত পরিবারে 'বিস্ময় বালক', বদলে যাবে লালটু-মিতালির জীবন? আসছে 'হামি ২'

Haami 2 Update: সবুজ শাড়িকে ঝলমলে গার্গী, ঘুড়ির সুতো হাতে যেন ফিরে পেলেন ছোটবেলা

মধ্যবিত্ত পরিবারে 'বিস্ময় বালক', বদলে যাবে লালটু-মিতালির জীবন? আসছে 'হামি ২'

1/10
অদ্ভুত গতিতে সে অঙ্ক কষে ফেলতে পারে সেই খুদে, সমাধান করে ফেলতে পারে বিভিন্ন কঠিন প্রশ্নের। একবিংশ শতাব্দীর এক বিস্ময় বালককে নিয়েই এই গল্প।
2/10
'হামি ২' (Haami 2)। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত এই ছবি মুক্তি পাবে ক্রিসমাসে (Christmas)।
3/10
বিশ্বকর্মা পুজোর দিন প্রথমবার সাংবাদিকদের সামনে হাজির তিন খুদে। গার্গী রায়চৌধুরী (Gargi Roychowdhury), শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee), নন্দিতা রায়ের (Nandita Roy) সঙ্গে ঘুড়ির সুতোয় টান দিলেন তাঁরাও।
4/10
সবুজ শাড়িকে ঝলমলে গার্গী, ঘুড়ির সুতো হাতে যেন ফিরে পেলেন ছোটবেলা। আকাশে 'হামি ২' ঘুড়ি দেখে উচ্ছসিত নন্দিতাও। নিজেই লাটাই হাতে মিশে গেলেন খুদেদের সঙ্গে।
5/10
এদিন হাজির হয়েছিল ছবির তিন খুদে। ঋতদীপ সেনগুপ্ত (Ritodeep Sengupta), শ্রেয়ান ঘোষ (Shreyan Ghosh) ও অরিত্রিকা চৌধুরী (Aritrika Chowdhuri)।
6/10
সব্বার সঙ্গে ঘুড়ি উড়িয়ে খুশি তারা। তবে সামনেই ছবির মুক্তি, প্রচার, সেই কথা ভেবেই তাদের মেনুতে রাখা হল মাংসের স্যুপ আর ভাত।
7/10
এই ছবিতেও ফিরছে লালটু-মিতালি জুটি। তবে তাঁদের পেশা আলাদা, গল্পও আলাদা। গার্গী বলছেন, 'সব্বার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে খুদেদের সঙ্গে। এবার বড়পর্দায় ছবিটা দেখার অপেক্ষা।
8/10
গার্গী আরও বলছেন, 'আশা করি মানুষ যেমন ভুটুকে ভালোবেসেছেন, ততটাই ভালোবাসবেন এই খুদেদেরও।'
9/10
imaনন্দিতা রায় বলছেন, 'এই দিনটা আমাদের জন্য খুব বিশেষ। ছোটরা খুব ভালো কাজ করেছে। আশা করি দর্শকদের ওদের অভিনয় ভালো লাগবে।'ge 2
10/10
বিশ্বকর্মা পুজোর জন্য আনা হয়েছিল 'হামি ২' লেখা ঘুড়ি, সেই ঘুড়ি আকাশে উড়িয়েই শুরু হল আমি ২-র সফর।
Sponsored Links by Taboola