'Haddi' Promotion: জুহুতে 'হাড্ডি' ছবির প্রচারে পরিচালকের সঙ্গে ক্যামেরাবন্দি অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি
Haddi: নওয়াজউদ্দিন সিদ্দিকির ছবি হাড্ডির প্রথম লুক প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছিল সিনেপ্রেমীদের মধ্যে। নওয়াজকে রূপান্তরকামীর চরিত্রে দেখা গেছে এই ছবিতে।
ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম
1/10
অক্ষত অজয় শর্মা পরিচালিত নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত 'হাড্ডি' মুক্তি পেয়েছে জি ফাইভে।
2/10
শনিবার পরিচালক ও অভিনেতাকে দেখা গেল ছবির প্রচারে। জুহুতে ক্যামেরাবন্দি হলেন তাঁরা।
3/10
অফ হোয়াইট শার্ট ও কালো প্যান্টে নজর কাড়লেন নওয়াজ।
4/10
তাঁর পাশে দেখা গেল কালো টিশার্ট, ডেনিম জ্যাকেট ও ডেনিম জিন্সে পরিচালককে।
5/10
নওয়াজউদ্দিন সিদ্দিকির (Nawazuddin Siddiqui) ছবি 'হাড্ডি'র (Haddi) প্রথম লুক প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছিল সিনেপ্রেমীদের মধ্যে।
6/10
এই ছবিতে নওয়াজকে রূপান্তরকামীর (transgender) চরিত্রে দেখা গেছে। ইতিমধ্যেই এই ছবি সাড়া ফেলেছে দর্শকের মধ্যে।
7/10
ছবির চিত্রনাট্য লিখেছেন অদম্য ভাল্লা। এতে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, ইলা অরুণ, অনুরাগ কাশ্যপ এবং মহম্মদ জিশান আইয়ুবের মত অভিনেতারা।
8/10
ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকির (Nawazuddin Siddiqui) অভিনয় প্রত্যেকবারের মত এবারও আলাদা করে জায়গা করে নিয়েছে সিনেপ্রেমীদের মনে।
9/10
লাল শাড়ি, গলা-কানে ভারী গয়না, ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ, চুলে আলগা খোঁপা। হঠাৎ দেখলে মুখ চেনা চেনা ঠেকলেও নাম ঠাহর করতে খানিক বেগ পেতে হবে। 'হাড্ডি'র এই লুক প্রথম প্রকাশ্যে আসে।
10/10
এর আগে এক সাক্ষাৎকারে নওয়াজ তাঁর নতুন চরিত্র নিয়ে বলেছিলেন, 'এই ছবিতে আমি দ্বৈত চরিত্রে অভিনয় করব। একজন মহিলার আর একজন রূপান্তরকামীর।'
Published at : 17 Sep 2023 05:15 AM (IST)