'Haddi' Promotion: জুহুতে 'হাড্ডি' ছবির প্রচারে পরিচালকের সঙ্গে ক্যামেরাবন্দি অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি
অক্ষত অজয় শর্মা পরিচালিত নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত 'হাড্ডি' মুক্তি পেয়েছে জি ফাইভে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশনিবার পরিচালক ও অভিনেতাকে দেখা গেল ছবির প্রচারে। জুহুতে ক্যামেরাবন্দি হলেন তাঁরা।
অফ হোয়াইট শার্ট ও কালো প্যান্টে নজর কাড়লেন নওয়াজ।
তাঁর পাশে দেখা গেল কালো টিশার্ট, ডেনিম জ্যাকেট ও ডেনিম জিন্সে পরিচালককে।
নওয়াজউদ্দিন সিদ্দিকির (Nawazuddin Siddiqui) ছবি 'হাড্ডি'র (Haddi) প্রথম লুক প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছিল সিনেপ্রেমীদের মধ্যে।
এই ছবিতে নওয়াজকে রূপান্তরকামীর (transgender) চরিত্রে দেখা গেছে। ইতিমধ্যেই এই ছবি সাড়া ফেলেছে দর্শকের মধ্যে।
ছবির চিত্রনাট্য লিখেছেন অদম্য ভাল্লা। এতে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, ইলা অরুণ, অনুরাগ কাশ্যপ এবং মহম্মদ জিশান আইয়ুবের মত অভিনেতারা।
ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকির (Nawazuddin Siddiqui) অভিনয় প্রত্যেকবারের মত এবারও আলাদা করে জায়গা করে নিয়েছে সিনেপ্রেমীদের মনে।
লাল শাড়ি, গলা-কানে ভারী গয়না, ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ, চুলে আলগা খোঁপা। হঠাৎ দেখলে মুখ চেনা চেনা ঠেকলেও নাম ঠাহর করতে খানিক বেগ পেতে হবে। 'হাড্ডি'র এই লুক প্রথম প্রকাশ্যে আসে।
এর আগে এক সাক্ষাৎকারে নওয়াজ তাঁর নতুন চরিত্র নিয়ে বলেছিলেন, 'এই ছবিতে আমি দ্বৈত চরিত্রে অভিনয় করব। একজন মহিলার আর একজন রূপান্তরকামীর।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -