Salman Khan Birth Day: সলমনকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে রাস্তায় 'ভাইজান'-র ভক্তরা
Happy Birth Day Salman Khan: সলমনের জন্মদিনে রাস্তায় নামল ভক্তদের ঢল। এবার ভাইজানের বয়েস হল ৫৭ বছর।
সলমনকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে রাস্তায় 'ভাইজান'-র ভক্তরা
1/10
আজ সলমন খানের জন্মদিন, সোশ্যালে শুভেচ্ছার বন্যার পাশাপাশি এবার ভাইজানের ছবি এঁকে রাস্তায় নামলেন ভক্তরা।
2/10
দীর্ঘ ক্যারিয়ারে এখনও তিনি কলেজ পড়ুয়াদের হৃদয়ে বাজেন। ছেলে মেয়ে নির্বিশেষে এখনও অনেকেই অনুসরণ করেন তাঁকে।
3/10
সলমনের হেয়ার স্টাইল, পাশাপাশি তার রিস্টলেট, তাঁর দাঁড়ানোর স্টাইল, বলতে গেলে বডি ল্যাঙ্গুয়েজ প্রায় সবই ফলো করেন ভক্তরা।
4/10
সলমন খানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ক্যাটরিনা কাইফ। স্বাভাবিকভাবেই তার জন্মদিনে শুভেচ্ছার বন্যা সেলেবদের।
5/10
সলমনের জন্মদিন মানেই জমাটি পার্টি, সেই পার্টিতে হাজির সোনাক্ষী সিনহা থেকে কার্তিক আরিয়ান। জাহ্নবী কপূর থেকে পূজা হেগড়ে এবং আরও অনেককেই দেখা গেল হাজির থাকতে।
6/10
সলমন খানের জন্মদিনে উপস্থিত ছিলেন শাহরুখ খান। কিং খান এবং ভাইজানের কেমিস্ট্রি ছিল চোখে পড়া মত !
7/10
সোমবার বোন অর্পিতা খান শর্মার বাড়িতে জন্মদিন উদযাপন করেন অভিনেতা। সেখানে হাজির হয়েছিলেন ইন্ডাস্ট্রির তাবড় তারকারা।
8/10
কিছুদিন আগেই 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির শ্যুটিং শেষ করেছেন সলমন খান। ফারহাদ সামজি পরিচালিত এই অ্যাকশন ঘরানার ছবিতে পূজা হেগড়ে ও ভেঙ্কটেশ ডগ্গুবতিকেও দেখা যাবে।
9/10
পাশাপাশি সলমনের বহ প্রতীক্ষিত ছবি 'টাইগার ৩'-র মুক্তির তারিখও ঘোষণা করেছেন তিনি। ২০২৩ সালের দীপাবলিতে মুক্তি পাবে এই ছবি।
10/10
সলমনের ব্যানার বানিয়ে এদিন হাজির হন সলমনের অসংখ্য ভক্তরা। সবমিলিয়ে ভালই কাটল সলমনের জন্ম দিন।
Published at : 27 Dec 2022 07:52 PM (IST)