Happy Birthday Ajay Devgn: 'ফুল অউর কাঁটে' কিংবা 'সিঙ্ঘম', অজয় দেবগনের সেরা ছবির তালিকা
আজ জন্মদিন বলিউড সুপারস্টার অজয় দেবগনের। বলিউডে যখন তিন খানের রাজত্ব চলেছে, তারইমাঝে বারংবার একাধিক ছবিতে উল্লেখযোগ্য অভিনয় করে দর্শকের প্রশংসায় প্রশংসিত হয়েছেন তিনি। দীর্ঘ বলিউড কেরিয়ারে অজয় দেবগন অভিনয় করেছেন বহু ছবিতে। জুটি বেঁধেছেন বহু নায়িকার সঙ্গে। আজ জন্মদিনে দেখে নেওয়া যাক অজয় দেবগনের সেরা কিছু ছবির তালিকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'ফুল অউর কাঁটে' ছবি দিয়ে বলিউডে পা রাখেন অজয় দেবগন। যদিও তার আগে তাঁকে শিশুশিল্পী হিসেবে দেখা গিয়েছিল 'পেয়ারি বহেনা' ছবিতে।
১৯৯১ সাল থেকে বলিউডে অভিনয় শুরু করেছেন অজয় দেবগন। কেরিয়ারের শুরুর দিকে প্রতি বছর তাঁর কখনও আটটা ছবি কখনও আবার চারটে ছবিও মুক্তি পেয়েছে। সেই ধারা এখনও বজায় রেখেছেন অভিনেতা।
করোনা পরিস্থিতির কারণে গত দুটো বছর সিনেমা হলে তুলনায় কম ছবি মুক্তি পেয়েছে। কিন্তু চলতি বছর বেশ কয়েকটি ছবি মুক্তি পাবে অজয় দেবগনের।
সিরিয়াস চরিত্রে থেকে কমেডি, সমস্তরকমের চরিত্রেই নিজেকে পর্দায় ফুটিয়ে তুলতে অত্যন্ত দক্ষ অজয় দেবগন। 'জিগর', 'দিলওয়ালে', 'বিজয়পথ', 'পেয়ার তো হোনা হি থা', 'কোম্পানি'র মতো ছবিতে অভিনয়ের পাশাপাশি তিনি অভিনয় করেছেন 'গোলমাল', 'অল দ্য বেস্ট'-এর মতো কমেডি ছবিতেও।
'হম দিল দে চুকে সনম', 'রাজু চাচা', 'যুবা'র মতো ছবির পাশাপাশি অজয় দেবগনকে দেখা গিয়েছে 'দ্য লেজেন্ড অফ ভগত সিং'য়ের মতো ছবিতেও। উল্লেখযোগ্য অভিনয় করে দর্শকের নজর কাড়েন 'গঙ্গাজল' ছবিতে।
অজয় দেবগনকে পুলিশ অফিসারের চরিত্রে দেখতে পছন্দ করেন বহু মানুষ। তাই রোহিত শেট্টির পরিচালনায় 'সিঙ্ঘম' অত্যন্ত জনপ্রিয় হয়।
'রাজনীতি', 'আক্রোশ', 'ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই' ছবির পাশপাাশি অভিনয় করে গিয়েছে, 'অতিথি তুম কব যাওগে', 'গোলমাল রিটার্নস', 'দিল তো বাচ্চা হ্যায় জি', 'রাস্কেল'-এর মতো ছবিতে। তাঁর অভিনীত কমেডি ছবিও একইরকম প্রশংসা পায়।
সাম্প্রতিককালে মুক্তি পাওয়া 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' কিংবা 'আরআরআর' ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যায় অজয় দেবগনকে। স্বল্প সময়ের জন্য পর্দায় নজর কাড়েন তিনি।
খুব শীঘ্রই মুক্তি পাবে অজয় দেবগনের 'রানওয়ে ৩৪', 'থ্যাঙ্ক গড', 'ময়দান'। এছাড়াও হাতে রয়েছে আরও বেশ কিছু ছবি। বলিউড তারকা অজয় দেবগনকে জন্মদিনের শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -