Happy Birthday Amrita Arora: অনেক ছবিতে অভিনয় করেও দিদির মতো সফল নন, একনজরে অমৃতা অরোরার অজানা তথ্য
আজ জন্মদিন বলিউড অভিনেত্রী অমৃতা অরোরা। একঝলকে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবলিউডে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন অমৃতা অরোরা। কিন্তু তিনি তাঁর দিদি মালাইকার মতো জনপ্রিয়তা পাননি। মালাইকা যেখানে অভিনেত্রী এবং সঞ্চালিকা হিসেবে কাজ করেছেন। সেখানে অমৃতা অভিনয় করা ছাড়াও মডেলিং, ভিডিও জকি এবং টিভি প্রেসেন্টার হিসেবে কাজ করেছেন।
২০০২ সালে ফারদিন খানের বিপরীতে 'কিতনে দুর কিতনে পাস' ছবি দিয়ে বলিউডে পা রাখেন অমৃতা। মডেলিংয়ের জগতেও তিনি অত্যন্ত পরিচিত মুখ।
অনেকেই হয়তো জানেন না যে, দুই বোন অমৃতা এবং মালাইকা খুব ভালো বন্ধুও। এছাড়াও তাঁদের আরও দুই প্রিয় বন্ধু হলেন করিশ্মা কপূর এবং করিনা কপূর খান।
অভিনয় ছাড়াও আরও অনেক হবি রয়েছে অমৃতা অরোরা। অবসর সময়ে তিনি ছবি তুলতে ভালোবাসেন, শপিং করতে ভালোবাসেন। আর ভালোবাসেন নিজেকে ফিট রাখার জন্য যোগাসন করতে।
শোনা যায়, একসময় ইংল্যান্ড ক্রিকেটার উসমান আফজলের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। কিন্তু কখনও সম্পর্কের কথা স্বীকার করেননি। বরং, একে অপরকে তাঁরা বন্ধু বলেই এসেছেন প্রকাশ্যে।
২০০৯ সালে ব্যবসায়ী শাকিল লাদাকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অমৃতা অরোরা। তাঁদের দুই সন্তানও রয়েছে।
বিভিন্ন সাক্ষাৎকারে অমৃতা অরোরা বলে থাকেন যে, তিনি ভারতে জন্মগ্রহণ করে গর্ববোধ করেন। কিন্তু এর পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখতেও পছন্দ করেন।
বর্তমানে অভিনয় করতে খুব একটা দেখা যায় না অমৃতা অরোরাকে। বরং, তিনি ব্যস্ত থাকেন তাঁর সংসার নিয়েই।
অমৃতা অরোরাকে শেষবার পর্দায় দেখা গিয়েছে ২০১৫ সালে 'কুছ তো হ্যায় তেরে মেরে দরমিয়া' ছবিতে। অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -