Ileana D'Cruz Health: পর্দায় বাঙালি কন্যা হয়ে মন কেড়েছিলেন, হাসপাতালে ভর্তি রণবীর কপূরের নায়িকা!
অসুস্থ অভিনেত্রী ইলিয়েনা ডি'ক্রুজ (Ileana D'Cruz), হাসপাতালের বিছানায় শুয়ে সেই খবর দিলেন নিজেই!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোশ্যাল মিডিয়ায় হাসপাতালের বিছানা থেকে নিজের ছবি শেয়ার করে নিয়েছিলেন ইলিয়েনা। সেখানে দেখা গিয়েছিল, তাঁর হাতে ব্যান্ডেজ, স্যালাইন দেওয়া হচ্ছে অভিনেত্রীকে।
সূত্রের খবর, শরীরে হঠাৎ জলের পরিমাণ কমে যায় ইলিয়েনার। আর তাই সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে।
সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রাম স্টোরিতে স্যালাইন নেওয়ার সময় একটি সেলফি শেয়ার করেছিলেন তিনি
৩ বোতল আইভি ফ্লুইড বা স্যালাইন দেওয়া হয় তাঁকে। এখন কিছুটা স্থিতিশীল তিনি।
সোশ্যাল মিডিয়ায় নিজের শরীরের আপডেটের খবরও ভাগ করে নিয়েছেন রণবীর কপূরের বিপরীতে অভিনয় করা নায়িকা।
নিজের ছবি পোস্ট করে ইলিয়েনা লিখেছিলেন, 'গত কয়েকদিনে যাঁরা আমার খোঁজ নিয়েছেন, আমার স্বাস্থ্যের কথা ভেবে উদ্বেগ প্রকাশ করছেন, সকলকে আমার তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। '
ইলিয়েনা আরও লিখেছেন, 'আপাতত আমি ভাল আছি, স্থিতিশীল রয়েছি। সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেয়েছি।'
'বরফি' ছবিতে বাঙালি কন্যার অভিনয় করে নজর কেড়েছিলেন ইলিয়েনা। শ্রুতির চরিত্রে তাঁর অভিনয়, চোখের ভাষা, সৌন্দর্য্য সবই নজর কেড়েছিল দর্শকদের।
তবে এরপরে একাধিক ছবিতে অভিনয় করলেও তেমন নজর কাড়তে পারেননি ইলিয়েনা। তবে সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়ের সাফল্য পেয়েছেন এই সুন্দরী অভিনেত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -