Happy Birthday Anil Kapoor: অভিনয়-প্রযোজনা, রাজ কপূরের গ্যারেজে চাকরি, একঝলকে অনিল কপূরের অজানা তথ্য
আজ জন্মদিন বলিউড সুপারস্টার অনিল কপূরের। চোখ বুলিয়ে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবলিউড তারকাদের মধ্যে অন্যতম অনিল কপূর, যিনি বয়সকে হাতের মুঠোয় ধরে রেখেছেন। শুধু দুর্দান্ত অভিনেতাই নন তিনি, তার সঙ্গে সফল প্রযোজক এবং গায়কও।
বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ করেছেন অনিল কপূর। তাঁর প্রথম হলিউড ছবি ছিল 'স্লামডগ মিলেনিয়ার'।
১৯৭৯ সালে বলিউডে আত্মপ্রকাশ হয় অনিল কপূরের। বি টাউনের অন্যতম পরিশ্রমী অভিনেতা তিনি। এমনটাই মত তাঁর সহকর্মীদের।
কেরিয়ারের শুরুতে আর্থিক সঙ্কটে পড়েন অনিল কপূর। একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, টাকা রোজগারের জন্য বেশ কিছুদিন রাজ কপূরের গ্যারেজে কাজ করেন।
বেশ কিছু ছবিতে নিজের গলায় গান গেয়েছেন অনিল কপূর। প্রশিক্ষণপ্রাপ্ত গায়ক তিনি। 'ও সাত দিন' ছবির 'পেয়ার কিয়া নেহি জাতা', 'হামারা দিল আপকে পাস হ্যায়' ছবির 'আই লভ ইউ', এবং আরও বেশ কয়েকটি গান গেয়েছেন তিনি।
অভিনয় দক্ষতার জন্য একাধিক পুরস্কার পেয়েছেন অনিল কপূর। 'নো এন্ট্রি', 'ওয়েলকাম', 'রেস', 'রেস ২' এবং আরও বেশ কিছু ছবির জন্য তিনি পুরস্কার পান।
অনিল কপূরের কেরিয়ারের অন্যতম উল্লেখযোগ্য ছবি 'মিস্টার ইন্ডিয়া'। তবে জানা যায়, এই ছবির জন্য তিনি প্রথম পছন্দ ছিলেন না। বরং, 'মিস্টার ইন্ডিয়া' ছবির মূখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল অমিতাভ বচ্চনের।
একাধিক ছবি প্রযোজনা করেছেন অনিল কপূর। 'বধাই হো বধাই', 'মাই ওয়াইফস মার্ডার', 'গান্ধী মাই ফাদার'-এর মতো ছবি প্রযোজনা করেছেন।
অনিল কপূর বিয়ে করেন ১৯৮৪ সালে। তাঁর স্ত্রী সুনীতা পেশায় একজন কস্টিউম ডিজাইনার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -