Happy Birthday Asin: অল্প সময়ের কেরিয়ারে নজরকাড়া পারফরম্যান্স, কোন বলি তারকার জন্য বিয়ে হয় আসিনের?
আজ জন্মদিন বলিউড অভিনেত্রী আসিনের। মূলত দক্ষিণী ছবির অভিনেত্রী হলেও বলিউডেও কাজ করেছেন বেশ কিছু ছবিতে। তাঁর অভিনয় দক্ষতা এবং প্রাণ খোলা হাসিতে খুব কম সময়ের মধ্যেই দর্শকের মন জিতে নেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমালায়লম ছবি দিয়ে অভিনয় কেরিয়ার শুরু হয় আসিনের। পরবর্তীকালে তামিল, তেলুগু, হিন্দি ভাষায় ছবি করেছেন। অভিনয়ের পাশাপাশি ভারতনাট্যমে তুখোড় তিনি। আসিন একজন প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী। কেরিয়ারে তিনটি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন।
মাত্র ১৫ বছর বয়স থেকেই অভিনয় জীবন শুরু হয় আসিনের। ২০০১ সালে মালায়লম ছবি দিয়ে রুপোলি পর্দার যাত্রা শুরু করেন। বলিউডে তাঁর জার্নি শুরু হয় 'গজনি' ছবি দিয়ে।
আমির খানের বিপরীতে দুর্দান্ত অভিনয় করে প্রথম হিন্দি ছবি থেকেই দর্শকের মনে জায়গা করে নেন। এরপর কখনও তাঁকে দেখা গিয়েছে সলমন খানের সঙ্গে 'রেডি' ছবিতে। কখনও আবার অক্ষয় কুমারের সঙ্গে 'হাউজফুল টু' কিংবা 'খিলাড়ি ৭৮৬' ছবিতে।
ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, আসিনের অভিনীত 'গজনি'ই তাঁর কেরিয়ারের প্রথম ছবি, যা বক্স অফিসে ১ বিলিয়নেরও বেশি ব্যবসা করে দেশজুড়ে। আর বিশ্বজুড়ে এই ছবি ব্যবসা করে ১.৯ বিলিয়ন। কমেডি থেকে সিরিয়াস, যেকোনও চরিত্রেই নিজেকে পর্দায় ফুটিয়ে তুলতে পারেন তিনি।
একাধিক ভাষায় কথা বলতে পারেন আসিন। জানা যায়, তাঁর মাতৃভাষা মালায়লম হলেও তিনি তামিল, তেলুগু, সংস্কৃত, ইংরেজি, হিন্দি, ফরাসী, স্প্যানিস ভাষায় কথা বলতে পারেন।
'খিলাড়ি ৭৮৬' ছবিতে অভিনয়ের সময় মরাঠী ভাষাও শিখেছিলেন তিনি। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, অবসর সময়ে জার্মান ভাষা শেখেন আসিন।
২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন আসিন। মাইক্রোম্যাক্সের সহ-প্রতিষ্ঠাতা রাহুল শর্মার সঙ্গে নতুন জীবন শুরু করেন। খ্রীষ্টান মতে এবং হিন্দু মতে, দুভাবেই বিয়ে হয় তাঁদের।
বিয়ের পর অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন অভিনেত্রী। জানা যায়, 'হাউজফুল ২'-এর প্রচারের সময় স্বামী রাহুল শর্মার সঙ্গে তাঁর পরিচয় হয়। আর দুজনের মধ্যে পরিচয় করিয়ে দেন বলিউডের 'খিলাড়ি' অক্ষয় কুমার। জানা যায়, মাইক্রোম্যাক্সের সহ-প্রতিষ্ঠাতা রাহুল শর্মা অভিনেতার অত্যন্ত ঘনিষ্ঠ।
অভিনেত্রীর বিয়েতে হাজিরও থাকতে দেখা গিয়েছিল অক্ষয়কে। বর্তমানে আসিনে একটি কন্যা সন্তান রয়েছে। পাঁচ বছরের কন্যার নাম অরিন। তার ৫ বছরের জন্মদিনে প্রথমবার ছবি সামনে এনেছেন অভিনেত্রী। অভিনয় থেকে সরে এখন পুরোদস্তুর সংসারী আসিন। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -