Bhagyashree Birthday: বাড়ি থেকে পালিয়ে বিয়ে, শ্যুটিংয়ের সেটে কান্না, একনজরে ভাগ্যশ্রীর অজানা তথ্য
ভাগ্যশ্রী
1/10
আজ জন্মদিন বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রীর। একনজরে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা তথ্যগুলি।
2/10
'ম্যায়নে পেয়ার কিয়া' ছবি দিয়ে দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠলেও ভাগ্যশ্রীর অভিনয় কেরিয়ার বড় পর্দা দিয়ে শুরু হয়নি। ছোট পর্দার ধারাবাহিকে তাঁকে প্রথমবার অভিনয় করতে দেখা যায়।
3/10
বড় পর্দায় তাঁর আত্মপ্রকাশ হয় সলমন খানের বিপরীতে 'ম্যায়নে পেয়ার কিয়া' ছবি দিয়েই। আর প্রথম ছবিতেই অসাধারণ পারফরম্যান্সের জন্য নবাগতাদের মধ্যে থেকে পুরস্কৃত হন ভাগ্যশ্রী।
4/10
রাজ পরিবারের সন্তান ভাগ্যশ্রী বিয়ে করেন নিজের পছন্দের পাত্রকে। যাতে তাঁর পরিবারের সম্মতি ছিল না।
5/10
জানা যায়, দীর্ঘদিনের প্রেমিক হিমালয় দাসানির সঙ্গে পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেন ভাগ্যশ্রী। বাড়ি থেকে পালিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করেন তাঁরা।
6/10
বিয়ের পর অভিনয় থেকে দূরে সরে যান ভাগ্যশ্রী। 'ম্যায়নে পেয়ার কিয়া'র ব্যাপক সাফল্যের পর তাঁর কাছে বহু ছবির প্রস্তাব আসতে থাকে। কিন্তু তিনি কোনও ছবির প্রস্তাবেই রাজী হননি। বরং, গৃহবধূ হিসেবেই জীবন কাটাতে চেয়েছিলেন।
7/10
শোনা যায়, 'ম্যায়নে পেয়ার কিয়া'র শ্যুটিংয়ের সময় কান্নায় ভেঙে পড়েছিলেন ভাগ্যশ্রী। ছবির একটি দৃশ্যের শ্যুটিংয়ের সময় সলমন তাঁকে আলিঙ্গন করেন। কিন্তু যেহেতু তিনি রক্ষণশীল পরিবারের মেয়ে, তাঁর পরিবার এবং তিনি নিজেও এমন দৃশ্যের সঙ্গে সহজাত নন বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন।
8/10
স্বামী হিমালয় দাসানির সঙ্গে ভাগ্যশ্রীর প্রেমপর্ব শুরু হয় হায়দরাবাদে এক স্কুল ট্রিপ থেকে। সেখানেই অভিনেত্রীকে প্রেমের প্রস্তাব দেন হিমালয়। আর তাতে না করতে পারেননি ভাগ্যশ্রী। বিভিন্ন সাক্ষাতকারে নিজের জীবনের গল্প বলে থাকেন অভিনেত্রী।
9/10
ছেলে অভিমন্যুকে সবসময় অভিনয় নিয়ে প্রেরণা যুগিয়ে থাকেন ভাগ্যশ্রী। ছেলেকে সবসময় পরামর্শ দেন, প্রচুর ছবি দেখার। কারণ, তাঁর মতে, একজন ভালো অভিনেতা হতে গেলে অন্যান্য অভিনেতাদের বহু ছবি দেখা প্রয়োজন।
10/10
ফিটনেস নিয়েও অত্যন্ত সচেতন থাকেন ভাগ্যশ্রী। দীর্ঘ বেশ কিছু বছরের বিরতির পর তিনি অভিনয়ে ফেরেন। এখন তাঁকে বহু ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যায়। ভাগ্যশ্রীকে জন্মদিনের শুভেচ্ছা।
Published at : 23 Feb 2023 08:31 AM (IST)